গান শুনবো ? কিন্তু কেন ?
ঐ একই তো রোজ সুর-বেসুর
তাল-বেতাল , টপ্পা-ঠুমরী,
রাবীন্দ্রিক-অপসংস্কৃতির চিরচেনা প্যাচাল !
অনেক ভেজেছি ওসব পচা রেকর্ড ,
কোনো নতুনত্ব পাইনি আজ অবধি !
তবে নতুনত্ব আছে মানুষের হাহাকারে ,
একেকজনের একেকরকম ...
নেতারা রিমান্ডে যেমন আদুরে চিৎকার ছাড়ে ,
মাইরি বলছি ,
পাবলিক কিন্তু বিনা অপরাধে খুন হতে গিয়েও
তেমন মিস্টি চিৎকার দিতে পারে না !
আসলে পাবলিক মূর্খ তো .
আসল চিৎকারটাই দেয় , ভান করতে পারে না বোকাগুলো !!
হঠাৎ-ই যে শিশুর হাত উড়িয়ে দিল বোমা ,
তার চিৎকারে ভেসে আসে নিষ্পাপ রাগে কৈফিয়ত চাওয়ার তান ।
বড় মেয়ের ক্যান্সার ধরা পড়েছে ,
চিকিৎসার জন্য বাপটা প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে
এক বুক আশা নিয়ে বাড়ি ফিরছিল বাসে করে ।
পেট্রোল বোমা যখন ঝলসে দিচ্ছিল লোকটাকে ,
ভিন্ন এক হাহাকার শুনেছি তার কন্ঠে ,
বুঝিনি সে আর্তনাদ কি প্রাণের জন্য ,
নাকি মেয়ের চিকিৎসার টাকাগুলোর জন্য..
গান শুনলে তো কানে থাকে , বড়জোর
মনে মনে কিছুক্ষণ গুনগুন ,
এসব চিৎকার এসে বেধে বুকের বাম পাশের যন্ত্রটায় ,
নিত্যসহচর হয়ে বিবেককে তাড়া করে প্রতিটি মুহূর্তে .....
গান শুনবো ? কেন বলতে পারেন ?
আপনারাই বরং শুনুন ঐ বস্তাপচা গান ,
আমি শুনব নিত্য নতুন হাহাকার .. ।