ধর্ম হচ্ছে জীবন যাপনের প্রনালী । একজন মানুষ তার জীবনে কি করবে আর কি করবেনা এবং কিভাবে করবে, ধর্ম তাই বলে দেয় । আর জীবন যাপনের প্রনালী পরিবর্তন শীল । কাজেই হাজার বছর পূর্বের নির্ধারিত কোন জীবনাদর্শ আজকের আধুনিক জীবনের জন্য সম্পূর্ণউপযোগী হতে পারে কি না তা নতুন করে বিবচনার বিষয় ।
তবে আজকের আধুনিক মানুষ ইতিহাস জানে, বিগ্যান মানে আর দৃষ্টান্ত গ্রহণ করে ।
ইতিহাস বলে ইসলাম ধর্মের আবির্ভাবের ও কয়েক হাজার বছর পূর্বে গৌতম বূদ্ধ এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন, যা কিনা হিন্দু ধর্মের উপযোগীতাকে এক সময় ছাপিয়ে যায় ।
বিগ্যান বলে প্রমান ছাড়া কিছুই সত্য নয় । বুদ্ধ ধর্মের প্রথম এবং প্রধান প্রনিধান হচ্ছে সত্যানুসন্ধান অর্থাৎ গ্যান চর্চা । যার প্রমান মেলে ময়নামতি বা পাহাড় পুরের হাজার বছর আগের বিহার বা বিশ্ববিদ্যালয় গুলোতে ।
দৃষ্টান্তবলে বৌদ্ধ রাই এখন সবচেয়ে দ্রুত তম বিকাশমান জনগোষ্ঠি । শান্তিতে, শিক্ষায়, শক্তিতে সব দিকে । আর এই বোদ্ধ ধর্মের সুতিকা গার এই অঞ্চলেই ।
গৌতম বুদ্ধ প্রমান করে গেছেন এ অঞ্চলের মানুষ ঐতিহাসিক ভাবেই পৃথিবীতে খৃষ্টান বা মুসলমানদের চেয়ে অনেক বেশী মেধাবী, অগ্রগামী । তাই প্রকৃত পক্ষে বৌদ্ধ ধর্মই এ অঞ্চলের ইতিহাসের গর্বের বিষয় ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০