ব্লগারদের কথিত মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জীবনে একটিও ব্লগ পোস্ট করেননি বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনি বিগত ১ বছর, ২ মাস, ১৯ দিন, ২ ঘন্টা, ২৮ মিনিটে মাত্র চারটি মন্তব্য করেছেন, তাও আবার প্রথম আলো ব্লগে।
আমার প্রশ্ন তিনি কি আদৌ ব্লগ লিখতে জানেন?
তিনি বাংলা কম্পোজ করতে জানেন?
দেশের প্রচলিত ব্লগগুলোতে তার কি কোন আইডি আছে?
তিনিকি মুখপাত্র হওয়ার আগে ব্লগে পোস্ট দিয়ে ব্লগারদের মতামত নিয়েছেন কি?
ইতোমধ্যে অবশ্য মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে তিনি রাজাকারের নাতি এবং ছাত্র লীগের নেতা ছিলেন। ব্যক্তিগতভাবে বিত্তবৈভবের মালিক হওয়া, জামা কিনে টাকা না দেয়াসহ আরো অনেক অনেক তথ্য। আমরা ওইসব তথ্য প্রকাশ করে কাউকে বিব্রত করতে চাই না।
কিন্তু এটুকু বলতে চাই তিনি শাহবাগি ব্লগারকের মধ্যে যদি গণতান্ত্রিক কোন চেতনা থাকতো তাহলে তারা ব্লগারদের মুখপাত্র গোষণা দেয়ার আগে অন্তত ব্লগারদের কাছ থেকে মতামত নেয়া উচিত ছিল। আমি ব্যক্তিগতভাবে অবশ্য এধরনের কোন মতামত নিতে দেখিনি।
তাহলে তিনি স্বৈরসামরিক শাসকের মতো নিজেই নেতা হয়ে বনে গেলেন? আর সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে নিজেই ঘোষণা করছেন যে তিনি সরকারের চাইতে ক্ষমতাশালী।
সত্যিই বিচিত্র
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯