সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারী ৬০টির বেশি পিসিটিসি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্টরা। ওয়েবসাইটগুলোর মাধ্যমে অ্যাডক্লিক, পিটিসি ও এমএলএম প্রতিষ্ঠানে বিনিয়োগ করে হাজার হাজার মানুষকে প্রতারিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানের সদস্য হওয়া ও তাদের সঙ্গে কোনো ধরনের অর্থ লেনদেন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি একেএম ফাহিম মাশরুর গতকাল আমার দেশ-কে বলেন, বেশকিছু অনলাইন প্রতিষ্ঠান পিটিসি ও আউট সোর্সিংয়ের কথা বলে মানুষকে প্রতারিত করছে। অনলাইনে টিক দেয়া বা ক্লিক করে সহজে অর্থ আয়ের পথ দেখাচ্ছে। এসব প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছেন তারা। এছাড়া বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতারাও প্রতারক এসব ওয়েবসাইট সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে বলছে। বিসিএস সভাপতি ফয়েজ উল্লাহ খান প্রতারক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সবাইকে সতর্ক থাকা ও ওইসব প্রতিষ্ঠানে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির নানান ধরনের আকর্ষণীয় স্লোগান ব্যবহার করে শুধু ক্লিক করে কিংবা টিক দিয়ে অর্থ আয়ের স্বপ্ন দেখাচ্ছে প্রতিষ্ঠাগুলো। তারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা নিয়ে আত্মগোপন করছে। গ্রাহকরা হঠাত্ গিয়ে তাদের অফিসে তালা ঝুলতে দেখেন। ক্ষুব্ধ হয়ে ভাংচুর করেন, মিছিল করেন। কিন্তু গা-ঢাকা দেয়ার পর ওইসব প্রতিষ্ঠানের মূল কর্মকর্তাদের খুঁজে পাওয়া যায় না। গ্রাহকরা তাদের বিনিয়োগকৃত অর্থও ফেরত পান না।
বেসিস ও বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো থেকে সম্প্রতি বাংলাদেশে অবৈধ ও প্রতারণামূলক পেইড টু ক্লিক (পিটিসি) সাইটগুলোর তালিকা তৈরি করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ডোলান্সার, স্কাইলান্সার, বিডি ফ্রিলান্সিং, নিউভিশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরই মধ্যে গ্রাহকেব সঙ্গে প্রতারণা করেছে বলে প্রমাণিত হয়েছে।
প্রতারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে, Bdfreelancing.com, Dolancer.com, skylancers.com, skywalker.com, lancetech.com, adssourcing.com, newsheraton.com, visionaddworld.com, makegem.com, googleaddclick.com, newsheration.com, diggnity.com, quickearns.com, workfordollar.info, adverview.com, airypal.com, clicksnetwork.com, midds.org, adslink-bd.com, eyelancer.com, alertpayclick.com, microbiz.com, adzzon.com, uniquelancer.com, ptcbank.net, bestelance.com, lancingfore.com, freedesklancer.com, intadfoundation.com, paradiseusainc.com, earningsip.com, skywalkerltd.com, uniqsot.com, microclicker.com, onlineaddclick.com, onlinenet2work.com, esource.com.bd, bdsclickcenter.com, orbilancer.org, eclixsense.com, foxclicks.com, allictsolution.com, world4earn.com, dreamkite.com, megatypers.com, minutelancer.com, 3gclick.com, affaritrack.com, clixworld.com, microlancer.com, orkit-net.com, freelancerit.net, eclickbangladesh.com, friendslinkbd.com, legaljobway.com, exonet.com, skylarkjobs.com, lifepayment.com, eoearning.com, orchid.net.
সংশ্লিষ্টরা আরও জানান, এই তালিকায় নেই এমন অনেক সাইটও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা লোভনীয় কথা শুনিয়ে তরুণ সমাজকে তাদের দলে ভেড়াচ্ছে। তাদের কাছ থেকে অর্থকড়ি নিয়ে কেটে পড়ছে। এসব সাইট অনলাইনে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিংয়ের কথা বলে বিভিন্নভাবে প্রতারণা করছে। ইন্টারনেট ও প্রযুক্তি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় কিছু এমএলএম আর পিটিসি সাইটের পেছনে নিজেদের মননশীলতা বিকিয়ে দিচ্ছে তরুণরা। এসব সাইটগুলো আমাদের তরুণ সমাজের মেধাগুলোকে অলস করে দিচ্ছে। নিজে কিছু করার বিষয়ে আগ্রহ হারাচ্ছে। তাদের কর্মদক্ষতা কমিয়ে দিচ্ছে। অর্থের নেশায় পড়ে ছাত্ররাও পড়া লেখার পরিবর্তে মূল্যবান সময় নষ্ট করছে। এসব অবৈধ ও প্রতারণামূলক পিটিসি সাইটগুলোর ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
এসব প্রতারক প্রতিষ্ঠানের কাছে তা গিয়ে তরুণদের উচিত ওয়েব ডিজাইন-ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গেম ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি ইত্যাদি হাতে কলমে শিক্ষা নেয়া। এতে একজন ছাত্র কিংবা তরুণ এক সময় নিজে থেকেই দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।