কলকাতা থেকে প্রকশিত সাপ্তাহিক ‘কলম’ পত্রিকা গত ০৫ মে শুক্রবার থেকে ‘দৈনিক কলম’ হিসেবে প্রকাশিত হচ্ছে। বাঙালি মুসলিমদের আশা- আকাঙ্ক্ষা, ব্যথা-বেদনা, সুখ-দুঃখ এই পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে। ‘কলম’ পত্রিকায় মূলত ভারতে সংখ্যা লঘু মুসলমানদের জনমানসের প্রতিফলন ঘটবে। কলকাতার টাউন হলে দৈনিক কলম সংবাদপত্রের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠানে তিনি বলেন, এতদিন পশ্চিমবাংলার মুসলিমদের বাংলায় কোনও দৈনিক ছিলনা। ‘কলম’সেই অভাব মেটাবে। মমতা বলেন,সরকারের যেমন দায়বদ্ধতা রয়েছে সাধারণ মানুষের কাছে, তেমনি সংবাদমাধ্যমেরও থাকা উচিত সাধারণ মানুষের কাছে।
তিনি বলেন, ‘শুধু টিআরপি বাড়ানোর জন্য সরকারের সমালোচনা করে ‘অসত্য’ খবর পরিবেশন বন্ধ হোক। সরকার যেমন স্বাধীনতাকে শ্রদ্ধাকরে তেমনি সংবাদমাধ্যমেরও উচিত অপরের স্বাধীনতাকে শ্রদ্ধা করা।
বেশ কিছু দিন ধরেই কিছু সংবাদমাধ্যমের সঙ্গে সরকারের অলিখিত যুদ্ধ চলে আসছে। সেটা বৃহৎ আকার নেয় যখন প্রথম শ্রেণির কিছু সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি হয়।
এ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ, মুকুল রায়, রাজ্যের মন্ত্রীফিরহাদ হাকিম ও বহু মুসলিম ব্যক্তি উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নির্বাহী সম্পাদক আহমদ হাসান ইমরান ও সম্পাদকমণ্ডলীর সদস্য ,সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।
পত্রিকাটির জন্য শুভ কামনা রইলো।
আমরা পত্রিকাটির সমৃদ্ধি ও বিকাশ কামনা করছি
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১২