গুলিবিদ্ধ লিমনকে গাড়িতে তুলছে পুলিশ!!!!!
ক’দিন আগে বিএসএফ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জে হাবীবুর রহমানকে উলঙ্গ করে নির্যাতনের ভিডিও ফুটেজ প্রকাশ করে। যার নিন্দা হয়েছে দেশে বিদেশে। এখনো চলছে। কিন্তু এর রেশ না কাটতেই এক দেখছি আজ। আজ সেই দৃশ্যর চাইতেও ভীবৎস একটি দৃশ্য দেখলাম চাঁদপুরে। চারদলীয় জোটের গণমিছিল চলাকালে চাঁদপুর জেলা প্রশাসকের রাজস্ব শাখার সহকারি কমিশনার শামীমুল হক পাভেলের নির্দেশে পুলিশ যুবদল কর্মী লিমন ছৈয়ালকে গুলি করে আহত করার পর তাকে আছাড় দিয়েছে পুলিশ। ২৫ বছর বয়সী তরতাজা যুককে গুলি করার পর মূর্মুর্ষূ লিমনকে মুতুর আগে উলঙ্গ করেও নির্যাতন চালানো হয়। তাকে উলঙ্গ অবস্থায় হাতে ও পায়ে ধরে পিকআপ ভ্যানে তোলে পুলিশ। তখন তার গুলিবিদ্ধ মাথা দিয়ে অঝোরে রক্ত ঝরছিল। লিমনকে যারা গাড়িতে তোলে তারা যেনো মৃত একটি সাপকে তাচ্ছিলের সঙ্গে ফেলে দেয়ার জন্য গাড়িতে তুলছে এমন একটি তাচ্ছিলের ভাব ছিল ওই তিন পুলিশ সদস্যের মধ্যে। তাদের প্রত্যেকের হাতে তখনো ছিল লাঠি ও বেয়নেট। লিমনের প্রতি পুলিশের নির্মম আচরণ কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক নির্যাতনের পর গুলি করে হত্যা করা কাঁটাতারে ঝুলে থাকা সেই ফেলানীর কথাই মনে দেয়। তাচ্ছিলের সঙ্গে মূর্মুর্ষূ লিমনকে গাড়িতে তুলে দেড়ঘন্টা রেখে দেয়া হয়। এরপর নেয়া হয় হাসপাতালে। ততক্ষনে অতিরিক্ত রক্তক্ষরনের তার তার মৃত্যু হয়েছে।
লিমনকে এভাবে হত্যার জন্য দায়ী কে? পুলিশ, সরকার, আওয়ামী লীগ না বিএনপি। যারাই হোক আমরা লিমনেকে হ্ত্যার বিচার চাই। তাকে এভাবে তাচ্ছিল্য কারিদের শাস্তি চাই।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৮