একজন দাগী আসামীকে বিচারক শাস্তি দেয়ার উদ্দেশ্যে বলছেন. দেখ তুমি যে অন্যায় করেছো তার কোন ক্ষমা নাই। কোন আইনেই তোমাকে ক্ষমা করা যায় না। তুমি যেহেতু অনুতপ্ত তাই তোমার শাস্তি কিছুটা লাগব করতে তোমাকে শাস্তির ৪টা অপশন দিচ্ছি। তুমি যেকোন একটি বেছে নাও। প্রথমটি হচ্ছে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে,
দ্বিতীয়টি হচ্ছে তোমাকে টানা ছয় মাস বাংলাদেশ টেলিভশিন বা বিটিবি দেখতে হবে,
তৃতীয়টি হচ্ছে তোমাকে টানা ৩ মাস বাংলা সিমেনা দেখতে হবে,
চতুর্থত টি হচ্ছে তোমাকে টানা এক মাস জনপ্রিয় বাংলা হিন্দি ইংরেজি ও ফার্সি গানের শিল্পী ইভা রহমানের গান শুনতে হবে।
আসামী দীর্ঘ সময় চুপচাপ থেকে মাথা চুলকাতে চুলকাতে বললেন হুজুর আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারুন, তবুও অন্য তিনটি শাস্তির একটিও দিয়েন না। কারন সেগুলো বাস্তবায়ন করতে গেলে আমাকে তিলে তিলে কষ্ট পেয়ে মরতে হবে। তার চাইতে একবারে মরে যাওটাই উত্তম।
বি: দ্র: এটি একটি কৌতুক
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩১