ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে প্রথম ইনিংসে ২০ রানের লিড পেয়েছে পাকিস্তান। মিসবাহ উল-হকের ৯৯ রানের ওপর ভর করে ৩৭৬ রান সংগ্রহ করে অলআউট হয় সফরকারিরা। জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে করে ৯ রান। তারা পিছিয়ে আছে আরো ১১ রান। দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককুলাম ৬ ও মার্টিন গাপটিল ১ রানে অপরাজিত রয়েছেন।
নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন ২ উইকেট হারিয়ে ১৩৪ রান করে মেসবহ উল-হকের দল। ২২২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেন আজহার আলী (৬২) ও ইউনুস খান (০)। তৃতীয়দিনের শুরুটা ভালই করে এ দুই ব্যাটসম্যান। দলের স্কোরের সাথে আর ১০ রান যোগ হতে মার্টিনের একটি আউট সুইক্সগার বল ক্লিক করতে গিয়ে টেইলরের হাতে ধরা পড়েন আজহার আলী। ১৬৯ বলে ৭টি চার ও ১টি ছয়ের সাহায্যে ব্যাক্তিগত ৬৭ রানে আউট হন তিনি। ক্রিজে আসেন অধিনায়ক মিসবাহ। তিনি জুটি বাঁধেন ইউনুস খানের সাথে। চতুর্থ উইকেট জুটিতে ১৪২ রানের পার্টনাশিপ গড়ে দলের বড় স্কোরের ক্ষেত্রে মুখ্য ভূমিকা এ দুই জনেরই। দলীয় ২৮৬ রানের মাথায় ভেট্টরির বলে আউট হন ইউনুস খান। ভেট্টরির বলে রাইডারের হাতে ধরা পড়ে ফেরার আগে তিনি ১৬১ বলে ১০ চারের মারের সাহায্যে করেন ৭৩ রান। এরপর লড়াইটা চলে মিসবাহ আর কিউইদের মধ্যে। প্রথম সারির ব্যাটসম্যানরা রানের দেখা পেলেও শেষের দিকের ব্যাটসম্যনরা সেভাবে রানের দেখা পাননি। এ আশা-যাওয়ার মধ্যেও অবিচল ছিলেন অধিনায়ক মিসবাহ। ইউনুস আউট হলে দলের হাল ধরেন মেসবাহ। এ ম্যাচে উভয় দলের অধিনায়ককেই জ্বলে ওঠতে দেখা গেল। গতকাল ভেট্টরি সেঞ্চুরির (১১০) দেখা পান। আজ ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মেসবাহ। ৩১০ মিনিট ক্রিজে থেকে ২০৭ বল মোকাবেলা করে ১৬টি চারের সাহায্যে দলের পক্ষে সবর্োচ্চ ৯৯ রান করে মার্টিনের বলে দুর্ভাগ্যজনক এলভিডবিস্নউর ফাঁদে পড়ে ফেরেন এ অধিনায়ক। মিসবাহ উল-হকের ৯৯ রানের ওপর ভরকরে ৩৭৬ রান সংগ্রহ করে অলআউট হয় পাকিস্তান। লিডটা ছোট হলেও প্রতিপক্ষকে টেস্টে লিড দেয়ার ঘটনা সমালোচনায় বিদ্ধস্ত পাকিস্তানের জন্য নতুন প্রেরণাই বটে।
প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। এরপর উভয়দল ছয় ম্যাচের একদিনের সিরিজ খেলবে। প্রথম ওয়ানডে ম্যাচটি ২২ জানুয়ারী শুরু হবে।
শীর্ষ নিউজ ডটকম
১. ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৬ ০
মিসবাহ উল-হকের সেন্চুরিটা হলে ভাল লাগত, যাই হোক আর ২ দিন বাকী কমপ্লিটলি ২টা ইনিংসও বাকী, মনে হয় না এ টেস্টে কোন রেজাল্ট আসবে। নাটকীয় ভাবে যদি কোন ইনিংসে মারাত্নক ব্যাটিং বিপর্যয় ঘটে তবে রেজাল্ট আসতেও পারে।