বাংলার আকাশ-মাটি ছেড়ে আমি কোথাও যাবো না।
যদি মরে যেতে হয় ললাটলিখন কিংবা অপঘাতে
তবে আমি এই মাটিতেই একাকার হবো,
আমি তো দুঃসাহসী বীরদের জীবন্ত উত্তরসূরী।
আমি খাল-বিল কচুরিপানার সাদাফুলে—
মন ফেলে এসে, আজীবন পথ চলি বাংলায়।
বাংলার পথেঘাটে খুঁজে পাই আমার অতীত
আমি তো বাংলায় খুঁজে চলি আমার ভবিষ্যৎ।
আমি বাংলার আকাশে-বাতাসে খুঁজে পাই মুক্তির গান
প্রিয় কন্ঠ, প্রিয় মানুষ, প্রিয় সুর– সবই এ মাটির দান।
এই মাটির সাথে আমার নাড়িপোঁতা বন্ধন,
আমি কেনো এই দেশ ছেড়ে যাবো? কখনোই যাবো না।
© আলমগীর কাইজার
১৬.১২.২০১৮
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩