এসো হে সবাই পথে নেমে, আমরা আজ মিলে যাই
সবাই মিলে ছন্দে ছন্দে, আমরা প্রেমের গান গাই,
কে যাবে দূরে, কে হবে পর, এসব কথা ভাবার নয়
তরুণ-বৃদ্ধা-নারী-পুরুষ, আমরা ঘোচাবো আঁধার-ভয়।
একসাথে মোরা গাবো গান, আমরা হবো প্রেমিক-প্রাণ
কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাব, ভুলে যাবো সব অভিমান,
যতো নীতিবান, যতো ধনবান, আজকে সবাই ভাই-ভাই
কে ছোটো, কে বড়, এসব ভুলে, চলো আমরা মিশে যাই।
শত্রুরা সব জ্বালাক আগুন, আমরা ফোটাবো গোলাপ ফুল
একসাথে হবো আমরা সবাই, শুদ্ধ করবো সকল ভুল, কোথায় রাজা, কোথায় প্রজা, আজকে সবাই মিলে যাই আমরা সবাই সমান মানুষ, এখানে কোনো বিভেদ নাই।
© আলমগীর কাইজার
০৭.১২.২০১৮
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯