গত দেড় দশক যারা ক্ষমতায় আছেন তাদের সম্পদ বেড়েছে বহুগুণ কিংবা কয়েকশত গুণ। এই খবরগুলো দেশের পত্র পত্রিকাগুলো গত ইলেকশনের আগে প্রতিদিন ছাপতো। আমরা দেখে বিষ্ময় প্রকাশ করেছি। কিন্তু কোন কার্যকরী জবাবদিহিতার নজির দেখিনি।
ইদানীং আবার সেই পত্র-পত্রিকায় দেখছি গত দেড় দশকে যারা ক্ষমতা পাহারা দিয়ে রাখতো তাদের সম্পদের পরিমান বিষ্ময়কর থেকে মহা বিষ্ময়কর। জানিনা এইবার কে কার কাছে জবাবদিহি করে বেকসুর হয়।
অলরেডি পিলো পাসিং গেম স্টার্ট হয়ে গেছে কে কার লোক বা কে কার মাইম্যান না। এই গেমের মঞ্চায়নও হয়তো দুদিন পর শেষ হয়ে যাবে। নতুন কোন হিরোলম, পরিমনি বা বিকাশ নুরা টাইপের ইস্যূ নিয়ে নতুন গেম শুরু হবে। অথবা সামনের কোরবানির ঈদে গরুর হাটের দালাল আর ব্যাপারী নিয়ে নতুন নতুন খবর ছাপা হবে খবরের পাতা জুড়ে।
আর গোল্ডফিশ মেমোরি (গোল্ড ফিসের স্মৃতি থাকে মাত্র তিন সেকেন্ড) সমৃদ্ধ জাতি সব ভুলে গিয়ে শুরু করবো রাজায় প্রজায় শান্তিতে সহবাস। থুক্কা, বসবাস।
ঢাকাঃ
২৫, জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্দ।
ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ রাত ১০:২২