{অনিবার্য কারণে মাস শেষ হওয়ার আগেই সংকলন পোস্টটি প্রকাশ করতে হল । তার জন্য ক্ষমা চাই । আর অবশ্যই পরবর্তী কবিতাগুলো এখানে দেওয়া হবে । আপনাদের সহযোগিতা কাম্য । আপডেট করা হবে}
"যদি হারায়ে যাও ,
খুঁজে নেব ।
যদি খুঁজে পাই ,
তবে হারাতে না দেব । "
শুরুতেই অল্পবিস্তর কাব্য করলাম ! কাব্য আমার দ্বারা হয় না । কিন্তু কবিতা হচ্ছে আমার প্রেমিকা যার সাথে কখনও আমার বিচ্ছেদ হবে না । আমার কাছে পৃথিবীর সব কবিতাই এক । মনে হয় যেন একেকজন একেক পোষাকে কবিতাকে নিয়ে আসে । আগে অনেকে এই দায়িত্বটি নিয়েছেন এবং সঠিকভাবে পালন করেছেন । প্রথম ব্লগার কাণ্ডারি অথর্ব আর একজন আরমান হাত ধরে আমরা পাই এই সংকলনের ধারণা । তারপর সপ্নবাজ অভি আর এম. এ. হায়দারের হাত হয়ে আমার নড়বড়ে হাতে নেওয়ার চেষ্টা করলাম । যখন দেখছি তারা সময়ের অভাবে ভুগছেন । চেষ্টা করলাম কিছু একটা করতে । নিতান্তই অপরিপক্ক হাতে ! আমাদের প্রিয় সামহোয়্যারইনব্লগের কবিতারা যাতে হারিয়ে না যায় সেই জন্যেই আমার এই চেষ্টা । আমার তো দুটি মাত্র চোখ , তাতে তো আর সব ধরা পড়েনি ! আপনাদের সাহায্যই তাই কাম্য । তাহলে শুরু করি আমার সাদামাটা সংকলন ।
“Painting is poetry that is seen rather than felt, and poetry is painting that is felt rather than seen.”
--Leonardo da Vinci
১>বিভ্রম কিংবা ... -- সপ্নবাজ অভি
২>ডেথ সার্টিফিকেটে কি লিখবে --অন্ধবিন্দু
৩>অর্থনৈতিক অর্থহীনতায় (কবিতা) --ডি মুন
৪>আবারো ভোর হবে। --মাহমুদুর রহমান সুজন
৫>=========== মৃত্যু অথবা তার পরের গল্প =========== --নাজমুল হাসান মজুমদার
৬>ফিরে এসো --আহমেদ আলাউদ্দিন
৭>শকুন পালকের শিরোভূষণ --মিশু মিলন
৮>চিত্রকরের রঙধনু মন ভালো --নস্টালজিক
৯>নিরংশু --মনিরুজ্জামান শুভ্র
১০>শেষ রাত্রির আঁধার (কবিতা) --ডি মুন
১১>মানুষের কাছে তবু ফিরে আসি__ভালোবাসি। --অনুপম অনুষঙ্গ
১২>মনের সুখে এই চিঠিটা লিখছি গভীর রাতে --সুমাইয়া বরকতউল্লাহ
১৩>জমে থাকা কবিতারা - ১ --সোনালী ডানার চিল
১৪>আকাশ তোমার জন্য --লীনা জািম্বল
১৫>পড়ে আছে অবশেষ --আহসান জামান
১৬>প্রকৃতিই কৃতকার্য্য । --কলমের কালি শেষ
১৭>আলোকিত মেঘের কাব্য --মিঃ পিপীলিকা
১৮>সংখ্যা ও নামহীন --অদৃশ্য
১৯>তুমি আমার বধু নও কেন? --রমিত
২০>গন্তব্য, চোখ ও তুমি --আহসান জামান
২১>মরণ ভালো --ব্রাত্য রাইসু
২২>দে না লিখে একটি ছড়া দাদীর মনের মতো --সুমাইয়া বরকতউল্লাহ
২৩>আমার প্রতিদিনের প্রার্থনা --রাশেদ আহমেদ শাওন
২৪>সরলা’র ইতিকথা --মেহেদী আনডিফাইন্ড
২৫>শব্দ প্রয়াণ --সেইভ পয়েন্ট
২৬>নাও হাত পেতে আমার পুরো পৃথিবী....... --কাজী ফাতেমা
২৭>পাখি --অমৃতা
২৮>ঘড়িতে তখনো সময় লেগে ছিলো --অন্ধবিন্দু
২৯>এই আমি --একাকি উনমন
৩০>----------------- কার্তুজ ------------------ --নাজমুল হাসান
৩১>সেই '৭১' এর গল্প । --কলমের কালি শেষ
৩২>বিষাদঘুমের পূর্বাপর --পাপতাড়ুয়া
৩৩>দেয়াল --গরজিয়াস গা্লীব
৩৪>একবাটি সুখ --সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
৩৫>আমার একগুচ্ছ কবিতা --বিষাদ আব্দুল্লাহ
৩৬>ভালবাসার শবদেহ --আহসানের ব্লগিং
৩৭>আমাদের নোবেল --রাগিব
৩৮>সড়কচারীর নিষ্ফলাকুতি --পাপতাড়ুয়া
৩৯>বিভক্ত --রাজীব নুর
৪০>বৃষ্টি কান্না । --কলমের কালি শেষ
৪১>ফুল ফোটে --তুষার আহাসান
৪২>আত্নকেন্দ্রিক কাব্যিক পর্যালোচনা! (যে লেখা শুধুই নিজের জন্য) --ফাহিম আহমেদ
৪৩>আহারবৃত্তি --হিমুস্টাইন
৪৪>ভালোবাসা নিরাপদে আঁধারে আল্মিরার ড্রয়ারে --অপূর্ণ রায়হান
৪৫>আদোনিসের কবিতা --পোয়েট ট্রি
৪৬>তোমার চোখের পাতায় --আহসান জামান
৪৭>বিষফোঁড়াদের মহাজন --পথেরদাবী
৪৮>শরতেই বিদায় জানাই --পথেরদাবী
৪৯>স্মৃতি মানে --রমিত
৫০>ঈদের কবিতা --জামাল হোসেন (সেলিম )
৫১>বহুদিন --রাহাগীর মনসুর
৫২>ঘূণেধরা ৭১ । --কলমের কালি শেষ
৫৩>আর কতকাল নাচবো যেমনে নাচাও --সুমন নিনাদ
৫৪>দুর্জয়ের গুচ্ছ কবিতা --আশরাফুল ইসলাম দূর্জয়
৫৫>কেউ কেউ ভালোবেসে দেরাজ সাজায় --শ. ম. দীদার
৫৬>প্রবাসী ছেলের জন্য --সুমাইয়া বরকতউল্লাহ
৫৭>চাঁদের কপালে চন্দ্রবিন্দু --নির্বাসন এ একা
৫৮>অনুক্ষণ --শামস মনোয়ার
৫৯>নষ্ট চেতনায়.... --তুষার দেবনাথ
৬০>হাওয়ায় ভাসে হিমিকা --শ্লোগান০০৭
৬১>তুই রাজাকার ! --আমি সাজিদ
৬২>কোনরকমে --ভালোবাসার কাঙাল
৬৩>ক্ষণিকের মুক্তি --সন্ধি পালোয়ান
৬৪>সাদাভাতের সুঘ্রাণময় কবিতা। --অনুপম অনুষঙ্গ
৬৫>ক্ষুধা --জলকন্যা সোনিয়া
৬৬>* ~~~~~চারুলতা হে~~~~~~~~* --বাড্ডা ঢাকা
৬৭>আমার দিন শেষ হয়ে আসছে --ইনকগনিটো
৬৮>সময়ের সাথে জড়িয়ে যাব একদিন…. --কাজী ফাতেমা
৬৯>স্বর্গ দুয়ারের ডাক --♥কবি♥
৭০>অব্যক্ত অনুভূতির দেরাজ --♥কবি♥
৭১>ওয়াদা --রাজবাবু
৭২>লাল চোখ --আশিক মাসুম
৭৩>দোহাই পৃথিবীর সমস্ত মুক্ত বাতাস আর মুক্ত নিঃশ্বাসের....! --আফসানা যাহিন চৌধুরী
৭৪>তোমার বিহনে আমাকে আমি আজ চিনিনে । কবিতার রঙে --পরিবেশ বন্ধু
আমি এই সাহসী পদক্ষেপ নিলাম । বাকি আপনাদের মতামত ।
(এড়িয়ে গেছে এমন কোনো কবিতা থাকলে আপনারা আশা করি লিঙ্ক দিয়ে সাহায্য করবেন)
{এমাসে সময়ের অভাবে তাড়াহুড়ো করতে হল । ক্ষমা চাই । পরের বার থেকে আশা করি উপস্থাপনে হতাশ করব না }
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫