২০১০ সালে, একটি উচ্চ প্রফাইল গবেষণায় শিশুদের গয়নাতে ৯০% ক্ষেত্রে ক্যাডমিয়াম পাওয়া গেলে অনেক আমেরিকান বাবা খুব অবাক হলেন। পরবর্তী সমীক্ষায় জানা যায় চীন তৈরি এবং মার্কিন জুড়ে বিক্রি হওয়া এই সকল গয়নাতে কিছু নির্মাতা সীসার পরিবর্তে ক্যাডমিয়াম ব্যবহার করা করেছে । তাৎক্ষণিক অসুস্থতার প্রকাশ না পেলেও ক্যাডমিয়াম কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পার।
ক্যাডমিয়ামকখোঁজেন একটি ভারী মৌল। এর সবছেয়ে ক্ষতিকর দিক হল এটি আর্সেনিকের মত প্রানীদেহে কান্সার সৃষ্টিকারী একটি উপাদান। মানব দেহে এটি প্রবেশ করে অনেকভাবে, তার মধ্যে খাবার দ্রব্য, কলকারখানার ধোঁয়া, খনির আকরিক আহরণের মাধ্যমে।
ক্যাডমিয়াম মানব দেহের ফুসফুস, কিডনি এবং হাড় দুর্বল করে ।প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুরা বেশী ক্যাডমিয়াম প্রবন হয় কারণ বাচ্চাদের মুখে গয়না নেওয়ার ঝোঁক সরাসরি এক্সপোজারের একটি উৎস ।
একটি সিবিসি মার্কেটপ্লেস, কানাডার ২০১৬ সালের তদন্তে চীনা শিল্পজাত কিছু এক্সেসরিজ গয়নাতে শিশুদের জন্য নিরাপদ সীমার বার হাজার গুণ রয়েছে বেশী ক্যাডমিয়াম থাকার খবর প্রকাশিত হয়েছে। জানা যায় জনপ্রিয় ফ্যাশন চেইনের কম দামের গয়না ক্যাডমিয়াম,ধাতু দিয়ে তৈরি একটি বিষাক্ত জুয়েলারী এবং বিশেষভাবে বাচ্চাদের জন্য বিষাক্ত । টিভিতে সংবাদ প্রচারের পর Aldo ও Ardene ফ্যাশন চেইনের টনক নড়েছে।তাই কম খরচে গয়না বা ফ্যাশন জুয়েলারী কেনার ক্ষেত্রে, সাবধানতা প্রয়োজন । বি,এস,টি,আই এর মাধ্যমে টেষ্ট করলে আমাদের দেশের ফ্যাশন জুয়েলারী কতটুকু নিরাপদ তা জানা যাবে।
সূত্র: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭