আমাদের ফেরার পথগুলোয় কে যেনো অনিশ্চিতের আলো জ্বেলে
বেঁধেছে কালের চাকায়, সেই থেকে যাযাবর; ঘূর্ণিঝড়ের মতো
ভয়ঙ্কর হয়ে বয়ে যাই এইসব ভীড়ের ভিতর। কখনও শ্রাবণজলের
ঢলে ছড়িয়ে পড়ি পার্থিবপুরে, গিরিপথে অন্ধকার নেমে এলে ডাকি
রাত্রি। আমাদের ডানায় লাগে ফেরারি হাওয়া। আমাদের উচ্চারণে
পাথরের রসায়ন মিশিয়ে কে যেনো গাইছে সারাক্ষণ সাম্রতা; কোথাও
কে যেনো বলে গেছে কানে কানে যাপনের জটিল সমীকরণ; নীলিমায়
বেদনা জাগায় জেনেও কোনো কোনো কবি আকাশে উড়ায় তরী।
অশান্ত গ্রন্থি গলে অজস্র প্রশ্ন জাগায়; ফিরে আসার পথগুলোয়
আবাবিল পাখিরা ছোঁড়ে অন্ধকারের নূঁড়ি; পাপক্ষয়ে কুঁরে খুঁড়ে খায়
এইসব লোভ-ক্ষোভ, বোধের জানালায় উঁকি দেয় আশা; স্বপ্নপাখি।