এইখানে খুব নিরিবিলি; একা
রেখে যাওয়া শীতের কুয়াশায়
ধোঁয়াটে চাদরে বুনোমন; ম্রিয়মাণ
এক সন্ধ্যা হঠাৎ থমকে দিয়ে
ডাকলো আবার; পুরানো কোথাও।
ভীষণ নিরবে পাললিক চিহ্নে আঁকা
বিবর্ণ বিদ্যাপীঠ; অসংখ্য মুখছবির
হৈহুল্লোড়র। দিনশেষের ঘন্টা বাজিয়ে
প্রফুল্লমুখে চলে গেছে দূর স্থবিরদেশে
কোমল রোদে পোঁড়া বিষণ্ণরথ চড়ে।
একদা কোলাহল নদীর উজানে
ক্ষয়িষ্ণুতরী ঢেউদেশে দিয়েছে পাড়ি;
তার নিরুদ্দেশের বার্তা বুকে নিয়ে
আজও আহতপাখিরা ওড়ে একা।
দুচোখ দিগন্ত পড়ে একা নির্জনতায়।