তোমার চোখের পাতায়
স্বপ্নরা পুঁড়ে যাচ্ছে; রোদ্দুরে!
আগুণের খরাতাপে চৌচির দুপুর
তৃষ্ণাকাতর দেশ আমার হাহাকার;
নেভানো আলোর সন্ধ্যা; নৌকার ক্লান্ত বৈঠায়
ম্রীয়মাণ ঝিঁঝিঁ পোকার অবরুদ্ধ কন্ঠে
ডেকে তোলে যাপনের হাক।
কে করেছে নোঙর;
অবাধ বৈরী-হাওয়ারা ওড়ে
পঁচা লাশের গন্ধে;
জননীর শ্রাবণচোখে মুছে যাক পাপ।
তোমার চোখের পাতায়
জেগে ওঠে পুরানো স্মৃতির বিপ্লব;
যেখানেই চোখ রাখো; বিষ্ময়ের ছবি।
আমাদের নিকাশের পাতায়
জেগে ওঠে আশার আগামী; সূর্যালোর দেশ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২০