১.
কাল সারারাত তোমার শূন্যতার ছায়া
হেঁটেছে আমার ঘরে। নিভু আলোর ভিতর
আর্তনাদের প্রবল ঝড় ভেঙেছে
মনপাহাড়; ছিন্নতার নূপুর পড়ে
হেঁটে গেছে নিঃসঙ্গতা; নিরুদ্দেশের পথে।
বিষণ্ণনদীর কিনার উপচে জেগেছে অবাক
কান্নার আত্মা। অদূরে একা আমি;
তোমার চোখ থেকে অবজ্ঞাগুলো কুঁড়িয়ে
বুনছিলাম নিপুন স্বপ্নের আগামী।
২.
ফিরে এলে; মুছে দিও
এইসব বেদনার ঘরবাড়ী। উঠানের ঝাউশাঁখে
জমেছে কুয়াশার মেঘ, কুচিকুচি বেদনার নিঃসঙ্গতায়
ক্রমশঃ হয়েছি আমি একেলা ভীষণ।
ফিরে এলে; তুলে নিও
বাঁধনের চাবি, পথভুলো চোখের পাতায়
এঁকে দিও আশার নদী, টুই-টুম্পর স্বপ্নের জলে
ভাসুক আলোর খেয়ালী হাসি।
৩.
অদ্ভূত স্বপ্নরা কাঁদছে একা
বৃষ্টিতে ধুঁয়ে যাক পাপ আর তাপ।