একদিন নিখোঁজ পাতায় ভেসে উঠবে
আমার নাম; কালোকালির ভাঁজে বেদনার
জলধারায় মুছে যাবে এইসব অজস্র পথ আর
শারদভোরের হিমে অলস রোদ এসে
এঁকে যাবে বিষণ্ণ চাঁদর।
আমাদের কুঁচি কুঁচি অতীতের কাঁচে
ক্ষণিকের কাল করে ভর; দু'চোখে নামে তার
শ্রাবণের ঢল। আমার স্তব্ধ অস্থির ভেতর
দহনের ডাক নামে একা। সেইসব পথের রেখায়
চিহ্নরা লুকায় অবাধ ধূসর অতীত।
মৃতশ্লেজে টেনে আনে
অবাক অন্ধকার; আয়োজন পারাপার।