১.
যতদূর চোখ রাখি আকাশে
বেদনামোড়া নীলের ভিতর
জেগে ওঠে স্মৃতি; অসংখ্য
মুখের আদলে হা-খোলা
দরজায় ছোঁ-মারে বাতাস;
ব্যথিত হৃদয়ে কান্নার করাঘাত।
দুপুর ফুরাচ্ছে রোদ্দুর, পালাচ্ছে
বিকেলও দূরে দ্রুত; রাতের গ্রাসে
ভাসে অন্ধকার একেলা গহীনপুরে।
কুঁজোকাঁধে চিন্তার চৌ-চিড়; কেবলই
একা হই অভিন্ন ফুলের ভিতর আর
নিমগ্ন সন্ধ্যারা গলে পড়ে চাঁদের নিমন্ত্রণে।
২.
গোলাপের নীচে নিশ্চুপে
জেগে থাকে কাঁটা; এক টুকরো
অন্ধকার, সান্ধ্য-প্রদীপের পাশে নাচে
নৈঃশব্দের নূপুরের ভাঁজে।
একদল মানুষ নেমেছে স্নানে; পানকৌড়ির
শিকারীকৌশল জেনে নিতে। পৃথিবীর কোথাও
চুরি গেছে ভোরের রোদ্দুর; কাকের কর্কশে ভাসে
মৃত্যুর কাফন। সারা শহরজুড়ে নীলাকাশে
বেদনার ঢল নামে; ভীষণ উৎসবে।