পথজুড়ে শিকলের খিল, জেলঘর
হাহাকার নদী; কেউ এসে, ফেরে না পথিক।
আমরাও; ফিরবো না ঘরে
জেনে গেছি নিলামের পাতা ভরে
আমাদের নাম। দু'চোখে বারুদের আগুন।
রোদ এসে গুঁড়ো করে যাপনের পাপ
আড়ালে হিমঘরে শকুনের চোখ;
ছিঁড়ে খায় জোয়ান পেশী আর জোছনার ঘর।
আকাশে ওড়ে আজ দ্রোহের মেঘ
রক্তবৃষ্টির ঢলে ডোবে পাথুরে শহর।
যেদিকে বেড়ে ওঠি, যেভাবেই ফিরে চাই
তাক করা রাইফেল। ট্রিগালে বসে আছে জল্লাদী খুন;
নিভানো আলোর ভিতর খুলে নিচ্ছে নিরহ জীবন।