পথ-ঘাটগুলো মুছে দিও কেউ
পথ-ঘাটগুলো মুছে দিও কেউ;
পদচিহ্নে আঁকা অক্ষরে জমে আছে দীর্ঘ ক্ষরণ
কান্নারা গেঁথে নিচ্ছে ছমছম বৃষ্টির রেশ
এবার বাজবে ভীষণ বিদায়ের সুর।
পথ-ঘাটগুলো মুছে দিও কেউ;
আঁড়ালে পেতেছে কার হিংস্রনোখের আঁচড়
যন্ত্রনায় ছিঁটকে দিচ্ছে উদরভর্তি গোপনতা
ইচ্ছে-খুশীর জানালা খুলে উড়ছে যে কেউ।
পথ-ঘাটগুলো মুছে দিও কেউ;
সেইসব চলাচল, সরিষাক্ষেতের হলুদরোদ্দুর
তেঁতে ওঠে শীতার্তদিনমান ক্ষয়ে কেবলই
জেগে থাকে অপেক্ষারা। বেদনার রেখাপাতে
মুছে নেয় সুরের মূর্ছনা। কে বলে কার কথা!
অইখানে
অইখানে পড়েছিলো তার নিত্য দিনমান
দু'দন্ড থামার অবয়, ভুলেমুছে যতটুকু মনে রাখে পরাণ
তারও যাচাই চলে, নাম ধরে ডেকে আনে স্মৃতি;
প্রতুল তলদেশে বিষাদের নদী, ভালোবেসে কে পারে
এমন হারাতে; গৃহ ঘর-বাড়ী ত্যাগের উত্তালে নাচে।
সন্ন্যাসী রঙ করে আয়োজন, ব্যথার কবিগান বাজে।
স্মৃতির অ্যাকুরিয়াম
সামান্যই মনে রেখ তুমি;
তাতেই খুশী, আনন্দ অবিরাম।
ছায়াপথে মায়া মায়া চোখ, আড়ালে
ফুটে ছিলো কী গোপনগোলাপ; কয়েকটি কথার ইচ্ছে
অথবা অভিমানে নুঁয়ে পড়া নিশ্চল দীর্ঘশ্বাস।
যেখানে হাত রেখে ভুলে গেছো তুমি
অতল সমুদ্র, স্রোতের গ্রাসে ক্ষয়ে গেছে কতকাল।
কী অবাক! জলের নীচেও বেঁচে থাকে প্রাণ
কেবল থাকোনি তুমি; স্মৃতির অ্যাকুরিয়াম।