বৃষ্টি; তুমি বন্ধু থেকো, আঁখিজলে
এক নীরবে গড়িয়ে পড়া ছন্নছাড়া
অনাদরের গল্পমাথায় বালকমনে
খুব সহজে কুঁড়িয়ে রাখা শিউলীবনে
আলতো পরশ, মন ভুলানো মনোকথায়
বৃষ্টি, তোমার শ্রাবণ চোখে আমায় এঁকো।
বৃষ্টি; তুমি বন্ধু থেকো, আঁখিজলে
নিঘুমরাতে জেগে থাকা জানালাধরে
সবুজবনের দৃশ্যমুছে অন্ধকারে
বর্ষাকদম গন্ধবিভোর
একলা চরণ, পায়চারীমন
কোথায় হাঁটে, কে জেনেছে মনোকথা
বৃষ্টি; তোমার আগমনে বৃক্ষসবুজ।
বৃষ্টি; তুমি বন্ধু থেকো, আঁখিজলে
বৃষ্টি; তুমি বন্ধু থেকো ...