আমাদের স্বপ্নদেহ ধরে দূরপাড়াগাঁ
ভেসে ওঠে ভোরের আলোয়;
ক্ষীরচোখে দেখেছি তার মৃদযুগল
হিরার রোদ্দুরে ফুটে ওঠে ঘাসবন।
শিশিরভেজা দেহ পোঁড়ে নরোম অনুভূতিদল;
আমি ছুঁয়ে ছুঁয়ে পড়ে নিই শতাব্দী পুরাণকথন,
কোনো এক মানবিক শ্লথ।
আমাদের দেহভার পুঁতে যায় মৃত্তিকার
প্রতুল তলদেশে, পাথরশিলার ভাঁজে
ফসিলে জেগে ওঠে পৌরাণিক হাসির ছটা
মলিন ক্ষুধাঘরে নড়ে ওঠে শীতের ওম।
চারিপাশে বেদনা ঝরায় এই কুয়াশাভোরে
অন্ধকার ঢেলে ঢেলে দু'হাতে ভর করে অভিশাপ;
আমাদের দেহভাঁজে তখনও কেবল পাপের বসাবস।