somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর ভয়ঙ্করতম ভূমিকম্পগুলো ( রিখটাল স্কেলের মাত্রা অনুযায়ী)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইদানিং ভূমিকম্প শব্দটা আমরা প্রায়ই শুনে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকার পাতা খুলে কিংবা ফেসবুক, সামুতে ঢুকেই চোখে পড়ে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প। পরিবেশ বিপর্যয় বলি আর যাই বলি না কেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশে স্বল্পমাত্রার ভূমিকম্প প্রায়ই অনুভূত হয়। জানিনা কোন দিন মাঝারি কিংবা উচ্চ মাত্রার ভূমিকম্পের আঘাতে পুরো দেশটা শশ্মানে পরিণত হবে। তার আগে আসুন জেনে নিই ইতিহাসের প্রলঙ্কারী ১০ টি ভূমিকম্পের কথা। উল্লেখ্য এক্ষেত্রে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা বিবেচনা করা হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব করলে হয়তো তালিকাটা অন্য রকম হতে পারত।


সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-১০

ইতিহাসের প্রলয়ঙ্ককরী এ ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল আসাম ও তিব্বতে ১৯৫০ সালের ১৫ আগস্টে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৬। দিনটি ছিল ভারতের তৃতীয় স্বাধীনতা দ্বিবস, কিন্তু আসামবাসীর জন্য ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়েছে আজও ।এ ভূমিকম্পের ফলে ভূমিধ্বসে আসামে ১৫২৬ জনের প্রাণহানি ঘটে। অন্যদিকে তিব্বতে ৭০ টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। ভূমিকম্পের প্রভাব চলেছিল প্রায় আট দিনের মত। ভূমিকম্পের পরপরই শুরু হয়েছিল বন্যা। ফুলে ফেপে উঠেছিল নদীগুলো। সুবানশিরি নদীর সাত মিটার উচু ঢেউ আছড়ে পড়েছিল পার্শ্ববর্তী গ্রামগুলোতে। ভূতত্ত্ববিদরা জানান, এ ভূকম্পনের তীব্রতা এতই বেশি ছিল যে, ইংল্যাণ্ড ও নরওয়ের মত দূরবর্তী দেশগুলোর হ্রদের পানিতেও এর ধাক্কা লেগেছিল।

সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০৯

ইতিহাসের প্রলয়ঙ্ককরী এ ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল লুইস ফিগো আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের রাজধানী লিসবনে।৮.৭ মাত্রার ভূমিকম্পটি লিসবনে আঘাত হেনেছিল ১৭৫৫ সালের ১ নভেম্বরে। পর্তুগাল ছাড়াও উত্তর আফ্রিকার বেশ কয়েকটি দেশ, ফ্রান্স এবং ইতিলিতেও এর প্রভাব পড়েছিল।ভূমিকম্পের পরপরই খাঁড়ার ওপর বিষফোড়ার মত ধেয়ে এসেছিল সুনামী আর অগ্নিকাণ্ড। এই ভূমিকম্পে লিসবন শহরে এক চুতুর্থাংশ মানুষের মৃত্যু হয়।তবে এ ভূমিকম্পের ভীন্ন একটি প্রভাব পড়েছিল তৎকালীন পুরো ইউরোপ। এনলাইটমেন্টের যুগ চলছিল তখন ইউরোপে।লিসবনের মানুষের ভাগ্যে ঘটে যাওয়া এ ঘটনা চরমভাবে নাড়া দেয় ইউরোপীয় সাহিত্যিক, দার্শনিক,চিত্রকার, বিজ্ঞানীদের। ফরাসী দার্শনিক ভলতেয়ার ভূমিকম্পকে নিয়ে একটি কবিতা লেখে ফেলেন। বিজ্ঞানীরা নতুন করে ভাবা শুরু করেন, পৃথিবীর গঠন নিয়ে।

সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০৮

প্রলয়ঙ্ককরী এ ভূমিকম্পটি ১৯০৬ সালের ১৩ জানুয়ারী আঘাত হেনেছিল ইকুয়েডর ও কলম্বিয়ার উপকূলে।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮। ভূমিকম্পের ফলে সুনামী সৃষ্টি হয়েছিল যা ১২ ঘন্টার মত স্থায়ী হয়েছিল। সুনামীর প্রভাব পড়েছিল মধ্য আমেরিকা থেকে শুরু করে সানফ্রান্সিসকো শহর পর্যন্ত। এ ভূমিকম্পে আনুমানিক ১৫০০ লোকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।



সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০৭

১৬ শতক থেকে করে এ পর্যন্ত অনেকগুলো ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল চিলিবাসী। এর মধ্যে বেশ কয়েকটি প্রলয়ঙ্করী ভূমিকেম্প হিসেবে পৃথিবীর ইতিহাসে ঠাঁই পেয়েছে।বলাবাহুল্য এ ইতিহাসটা নিশ্চয় চিলিবাসীর জন্য সুখকর নয়। সর্বশেষ চিলিবাসী প্রলয়ঙ্ককরী ভূমিকম্পের শিকার হয় ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারীতে।রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.৮।এর ফলশ্রুতিতে ৫২১ জন মানুষের প্রাণহানী ঘটে আহত হয় ১২,০০০ এর মত মানুষ, ঘরছাড়া হয় আটলক্ষ মানুষ। ভূমিকম্পের ফলাফল পড়েছিল চিলির অর্থনীতির উপরেও। ভূমিকম্পের ফলে বছর শেষে ৩০ বিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হয় দেশটি। এক বিংশ শতাব্দীর পর এটা ছিল অন্যতম প্রলয়ঙ্করী ভূমিকম্প, যার আঘাতে বড় বড় সব আধুনিক স্থাপনা ভেঙ্গেপড়ে খেলাঘরের মত। প্রযুক্তির শীর্ষে উঠার পরও মানুষ আরো একবার অসহায় হয়ে পড়ে প্রকৃতির কাছে।

সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০৬

পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্করী এ ভূমিকম্পটি ২৬ জানুয়ারী ১৭০০ সালে। ভূমিকম্পটি আাঘাত হেনেছিল উত্তর প্রশান্ত মহাসাগার সংলগ্ন যুক্তরাষ্ট্রের উপকূলে।রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৯। এ ভূমিকম্প সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা যায় নি।




সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০৫
পৃথিবীর ইতিহাসের প্রলয়ঙ্ককরী এ ভূমিকম্পটিও সংঘটিত হয়েছিল চিলির আরিকা নামক স্থানে ১৮৬৮ সালের ১৩ আগস্টে।তবে সে সময় আরিকা পেরুর অন্তর্ভূক্ত ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৯, ক্ষয়ক্ষতির মাত্রাও ছিল ব্যাপক। প্রশান্ত মহাসাগরের বেসিনে সৃষ্ট এ ভূমিকম্পে দক্ষিন আমেরিকার বেশ কয়েকিট দেশ আক্রান্ত হয়েছিল। সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়, প্রান হারায় ২৫ হাজারেরও বেশি লোক।

সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০৪

১৯৫২ সালের ৪ নভেম্বর এ ভূমিকম্পটি আঘাত হেনেছিল কামশ্চটকায়।ভূমিকেম্পের মাত্রা ৯ হলেও এ ভূমিকম্পের ফলে কোন প্রাণহানী ঘটেনি।যদিও ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাশিয়ার উপকূলের নিকটে,তারপরেও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ব্যপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল।




সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০৩

আমার মনে হয় বর্তমান সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগুলোর মধ্যে অন্যতম হল ২০০৪ সালের সুনামী। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার উপকূলে ৯.১ মাত্রার ভূমিকম্পের আঘাতে এ সুনামীর সৃষ্টি হয়। সুনামীর আঘাত লেগেছিল এশিয়া ও আফ্রিকার ১৪ টি দেশে, মৃত্যু হয়েছিল দুই লাখ ত্রিশ হাজারেরও বেশি সংখ্যক মানুষের। এ ভূমিকম্পের সবচেয়ে বড় শিকার ছিল ইন্দোনেশিয়া। সুনামীতে নিহত দুই লাখ ত্রিশ হাজার মানুষের মধ্যে এক লাখ সত্তর হাজার মানুষ ছিল ইন্দোনেশিয়া নাগরিক। প্রচুর মানুষের মৃত্যু ছাড়াও ২০০৪ সালের সেই সুনামী উপকূলবর্তী মৎসজীবী মানুষদের জীবনে বয়ে এনেছিল বিভীষিকা।



সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০২

পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ এ ভূমিকম্পটি ২৮শে মার্চ ১৯৬৪ তে আঘাত হেনেছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের প্রিন্স উইলিয়াম সাউন্ড নামক এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯.২।এ ভূমিকম্পের আঘাতে আলস্কা উপসাগরের ব্যপক ক্ষয়ক্ষতি হয়, ওই অঞ্চলের অনেক দ্বীপের উচ্চতা ১১ মিটার পর্যন্ত বেড়ে যায়। ভূমিকম্পে নিহত হয়েছিল ১২৮ জন, ক্ষয়ক্ষতি হয়েছিল ৩১১ মিলিয়ন ডলারের মত। ভূমিকম্পের মাত্রা ব্যাপক হলেও ওই অঞ্চলের মানুষের সংখ্যা কম থাকায় প্রাণহানীর সংখ্যাও ছিল কম।




সবেচেয়ে শক্তিশালী ভূমিকম্প-০১
পৃথিবীর ইতিহাসের সবেচেয়ে ভয়ঙ্করতম এবং শক্তিশালী ভূমিকম্পটি সংহটিত হয়েছিল চিলিতে। ৯.৫ মাত্রার ভূমিকম্পটি চিলিতে আঘাত হেনেছিল ১৯৬০ সালের মে মাসের ২২ তারিখে।ভূমিকম্পের প্রভাবেই চিলির দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছিল ৪ হাজার ৪৮৫ জন এছাড়া আহত হয়েছিল আরো অনেকে। গৃহহীন হয়েছিল দুই লাখেরও বেশি মানুষ।ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভূমিকম্পের পরবর্তী সুনামীর বড় অঙ্কের ক্ষয়ক্ষতী করেছিল। সাভেডরা নামক একটি বন্দরকে রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল সুনামীর আঘাতে।একই সুনামীর আঘাতেই জাপান ও ফিলিপাইনে ১৭০ জন মানুষের মৃত্যু হয়েছিল।


লম্বা পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

তথ্যসূত্র : দি গার্ডিয়ান অনলাইন, ভয়েস অফ আমেরিকা ওয়েবসাইট ও ইয়াহু নিউজ
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।

লিখেছেন সোনাগাজী, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮



এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×