যদি কখনো ঘুরতে ঘুরতে চলে যাই সূর্যের কাছকাছি
দৃঢ় কণ্ঠে প্রশ্ন করবো-
আর কতকাল ভোগ করবে এ কালের অভিশাপ,
আমি যে ঘুরতে ঘুরতে আজ বড্ড ক্লান্ত
নিজের ক্লান্তিতে ছোট হতে হতে আমি যে বিন্দু হয়ে যাচ্ছি।
কাচের টুকরোর মত রিনিঝিনি শব্দে ভেঙ্গে পরুক সব
সেই সুরের আবহে সৃষ্টি হোক কোন করুন সঙ্গীত,
আমি দাঁড়িয়ে থকবো সেই পুরোন রাস্তার মোড়ে
অশ্রু যখন চিবুক ছোবে
আমি হাটু গেড়ে বসবো,হয়ত বা শ্রদ্ধায়,হয়ত বা ক্লান্তিতে।
হাঁটতে হাঁটতে যদি কখনো দেখা হয়ে যায় তোমার সাথে,
প্রশ্ন কর না,কেন সেদিন পালিয়ে এসেছিলাম
আমি যে নিবেদন জানি না,গ্রহণ করতেও জানি না
তোমার প্রশ্নের উত্তর দেয়া-সে আমার কাজ নয়,
হয়ত কোন কবির।
আমি শুধু ও পথের পথিক ছিলাম।
হয়ত একদিন বিন্দু হয়ে যাব,
হয়ত বা অশ্রু,
অস্তিত্বের সন্ধানে ঘুরে ফিরবে অস্তিত্ব,
আমি শুধুই ও পথের পথিক ছিলাম।