অনেকদিন পরে শপিং মলে ঘুরছিলাম।
হঠাৎ দেখি আমার এক অতি পরিচিতা, যিনি করোনাতে মারা গেছেন সাম্প্রতিককালে।
তাকে দেখে বুকের মধ্যে হৃদপিন্ডে ঠান্ডা শীতল স্রোত টের পেলাম।
এ কি করে সম্ভব? তিনি তো মারা গেছেন কিছুদিন আগে। তবে কি তার কপি, ভূত বা আত্মা?
একটু শুকিয়ে গেছেন মনে হলো !
আমার দিকে কেমন যেন আড়চোখে তাকালেন।
চোখাচোখি হতেই সরিয়ে নিলেন দৃষ্টি।
তাড়াতাড়ি গিয়ে কাছেই একটি দোকানে ঢুকলেন তিনি। আমি অপেক্ষা করি আড়ালে, কখন বের হবেন সে অপেক্ষায়।
কয়েক মিনিট অপেক্ষার পরে সতর্কভাবে এদিক ওদিক দেখতে দেখতে দোকান থেকে বের হলেন তিনি। আমিও তাকে আড়াল থেকে দেখতে দেখতে ফলো করি।
সুবিধাজনক কাছাকাছি দূরত্বে এসেই ডাক দেই আমি।
ঘুরে তাকালেন আমার দিকে। আমি তাকে সালাম দেই। তিনি সালামের উত্তর না দিয়ে কেমন একটা আমার দিকে শীতল দৃষ্টিতে তাকান।
আমি খপ করে তার বা হাতটা আমার বাম হাতে ধরে ফেলি।
হঠাৎ মনে হলো, আমি এই ঘটনার কথা বললে কেউই আমার কথা বিশ্বাস করবে না।
আমার ডান হাত দিয়ে সাথে সাথে মোবাইলটা জ্যাকেটের বুক পকেট থেকে বের করি তার ছবি তোলার জন্যে।
হঠাৎ দেখি কাছাকাছি দূরত্বে আরেকজন পরিচিতজন স্থির ঠান্ডা চোখে তাকিয়ে আছেন আমাদের দুজনের দিকে।
তিনিও মৃত হয়েছেন বেশ কয়েকবছর আগে। কেমন যেন গা ছম ছম করে উঠা ব্যপার একটা।
দ্রুত মোবাইলের ক্যামেরা অন করি ডান হাত দিয়ে, আর আমার বাম হাত দিয়ে তার বা'হাতটি শক্ত করে ধরা, যেন ছুটে না যেতে পারেন।
ইয়া আল্লাহ, এ কি !
মোবাইলের ডিসপ্লেতে ক্যামেরার ওপাশে তো কিছুই আসছে না, সব সাদা।
শুধু আমার হাত ছাড়া আর কিছুই নাই !
দেখা যাচ্ছে আমার হাত দিয়ে কোন কিছু শক্ত করে ধরা, কিন্তু জায়গাটা ফাঁকা।
এ কি করে সম্ভব ?
আমি ঘামতে থাকি, খেয়াল করি উত্তেজনায় থর থর করে কাঁপছি। সমস্ত শরীর থেকে ঘাম ঝরছে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫