এ বা কা ডা এহ ফা গা হা
বড়ই ঝামেলায় আছি এই পদ্ধতির ইংরেজী শিক্ষা নিয়ে।
বর্তমান ইংলিশ মিডিয়াম স্কুলে প্লে, নাসারী এবং কেজি ক্লাসের বাচ্চাদের
এ বা কা ডা এহ ফা গা হা শিখানো হয় এ বি সি ডি ই এফ জি এর স্থলে।
আমি এর কিছুই পারিনা।
এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে বাচ্চারা নাকি নিজে নিজে যে কোন ওয়ার্ড স্পেলিং করতে ও রিডিং পড়তে পারবে সহজেই। আমার স্পেলিং শুনে আমার মেয়ে হাসে এবং বলে আমার স্পেলিং ঠিক নয়।
আসলেই কি এ পদ্ধতি ঠিক? আমাদের দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলে কি এভাবেই উচ্চারণ করা হয়?
আমার মেয়ে পড়ছে এভাবে:
Apple : এ পা পা লা এহ { আমরা পড়েছিলাম এ পি পিএল ই }
Ball: বা এ লা লা (ডবল লা) { আমরা পড়েছিলাম বি এ এল এল }
Cat: কা এ টা { আমরা পড়েছিলাম সি এ টি }
আমার মেয়ে বর্তমানে চট্টগ্রামের Oxbridge International School এ পড়ছে। আমার ঠিক জানা নেই ঢাকা/চট্টগ্রাম বা দেশের অন্যান্য স্থানে কি একই পদ্ধতিতে বাচ্চারা শিখছে?
এ ব্যাপারে যারা জানেন বা যারা শিক্ষাকতায় আছেন, আপনাদের মতামত কি........?