১
গাধাগুলো উপুড় হয়ে লিখে চলেছে কালজয়ী রঙ বেরঙের সাহিত্য অমাবস্যা তিথিতে; কাকেদের চিৎকার, ময়ূরের পেখম নাচানি, আর শিয়ালের হুক্কা হুয়ার নিনাদে অসহায় বিশাল বপুওয়ালা হস্তীবাহিনী। মুখবই, হইচই। ইঁদুরেরা উঁকি দিয়ে দেখে---তমসা---কোথাও কেউ নেই; এই সুযোগ লুটপাটের---তাঁহাদের উর্বর কালজয়ী মস্তিষ্ক।
২
মহামান্য নেকড়ের আগমন। ইন্দ্রের বর নিয়ে। এরপর আশির্বাদ। ডামাডোল। নখরের হিংস্র আঘাতে সৃষ্টি লাল ছোপ ছোপ দাগগুলো মানচিত্রকে স্মরণ করিয়ে ভেংচি কাটে। কত সহজেই ডান ও বামহাতের মিলন শিহরণ সৃষ্টি করে শীতল উত্তাপে।
৩
কথা দিয়েছিলাম তাই কথা রাখলাম না। কী হবে কথা রেখে? মেঘেদের বেহেল্লাপনায় যদি সমসময় বৃষ্টি হত, তবে মরুভূমি কেন এত?
*******************************************************************************
©আখেনাটেন/মার্চ-২০২০