জ্বর বাড়লে একসময় একটা ঘোরের মধ্যে চলে যাই। উঁচুমানের অনেক চিন্তাভাবনা মাথায় আসে, সমস্যা একটাই - সব জট লেগে যায়। কয়েকটা চিন্তাভাবনা প্রকাশ করা যাক –
আস্তিক/নাস্তিক -
আস্তিকদের দারুন সব উৎসব আছে। ঈদের খাওয়া-দাওয়া, পূজার ঘোরাঘুরি, ক্রিসমাসের লম্বা ছুটি। নাস্তিকদের জীবনে সামাজিক উৎসব কি? মৌলবাদী নাস্তিক হলে তার এগুলোর সবকটা বর্জন করা উচিত। আর যদি সে ধর্ম নিরপেক্ষ হয়ে সবগুলোর খাওয়া খেতে যায় তাহলে সে নাস্তিক নামের কলংক।
হিন্দু/মুসলিম -
রহিমুদ্দিন একজন সাচ্চা মুসলিম। মূর্তি পূজারীদের হাজার দেব-দেবী আর কল্পকাহিনী নিয়ে সে হাসিঠাট্টা করে। দেশজুড়ে হিন্দুদের উপর অত্যাচারে তার কোন অনুভূতি হয় না। সৌমিত্র এই কলিযুগেও পূজা অর্চনা করা মানুষ। যখন সে জামাত শুয়োরদের পাপকর্ম দেখে মুসলিমদের উপর তার ঘৃনা হয়। রহিমুদ্দিন/সৌমিত্র কেউ নিজে থেকে ধর্ম গ্রহন করেনি, জন্মসূত্রে তারা মুসলিম/হিন্দু। এদের জন্মপরিচয় উল্টে একদিনের জন্য ছেড়ে দিলে তাদের অনুভূতি কেমন হবে? যে জিনিস নিজে অর্জন করা না তা নিয়ে এত গর্বের কি আছে?
আলীগ/বিএনপি -
রাজনীতি নিয়ে আমার কিছু লিখতেই মঞ্ছায় না। কোনকিছু নিয়ে যদি আমি সবথেকে হতাশ থাকি সেটা হল আমার বাংলাদেশের রাজনীতি। গনতন্ত্র বলে আসলে কিছু নাই, থাকতে পারে না। আমাদের মস্তিষ্কের শিরায় শিরায় রয়ে গেসে হাজার বছরের পুরনো গোলামী – রাজতন্ত্র। সেই সেন বংশ, পাল বংশ, যদু বংশ, মদু বংশ ইতিহাসের বইয়ে হারায়ে গেলেও রয়ে গেছে তার অপভ্রংশ – মুজিব বংশ, জিয়া বংশ – বাঙ্গালীর কোনদিন মুক্তি নাই।
----------------------- ২৫শে মার্চ, ২০১৩