রোজ তো ভাবি লিখি...
লিখব আমি তোমায় নিয়ে
সন্ধ্যা নেমে, রাতে গড়ালে... ভাবি তোমায়
দুপুরের ক্লান্তি নামা চোখে... ভাবি তোমায়।
মেঘ ঘনালে... আকাশ জুড়ে
পূর্নতায় ভরা শুন্যতা...!
এরই মাঝে... খুঁজি তোমায়।
বলো যে তুমি...আমার এই অস্থিরতা
শুধু তোমারই জন্য!
নিদারুণ সত্য হলেও তাই...
তোমাকে নিয়েই কাঁটে আমার সারাবেলা...
আপন মনে চলে আঙ্গুল নিয়ে খেলা...অবেলা
সেখানেও থাকে নিশ্চিত অস্থিরতা!!
তার মাঝে কি?
থাকেনা কাছে নেয়ার একান্ত আকুলতা?
নির্ভেজাল দূরাশা হলেও...
এটা কি তোমার একান্ত চাওয়া?
কোন দিন সূর্যদ্বয়...কোন দিন সূর্যাস্তে...
সকাল দুপুর কিংবা সাঝে...
কিছুতেই দেখিনা তোমাকে কোন কিছুর মাঝে...!
আজ... কতদিন!
সব কিছুতে আবদ্ধ,এই পৃথিবীতে...
অপার্থিব বোধ কেন?
শূন্যতায় শূধু তোমাকেই চাই...
অসীম নীল কষ্টের মাঝে...
খুঁজে নিলাম... ভেবে নিলাম,
ভাবনার আকাশে তুলে রাখলাম...
কখনো তোমায় শোনাব বলে...
চাঁদনীভেজা এক রাতে...
তুলে দিব পাখীর মত... মিষ্টি আদর...
মায়াবতির ঐ দুটো হাতে...!