ভাবনার সমাধান নেই... এটাই সত্যি!
ভাবনা ... মনের মাঝে এক বহতা নদী...
বলা কঠিন... ... এর আবেদন এমনই...
বৃষ্টিস্নাত দোলন চাঁপার মত...
মাটিতে লুটিয়ে পরে, আবার ধীরে... ধীরে ...
সুপ্ত আকাংখা নিয়ে সোজা হয়ে অবনীর বুকে,
পাতা মেলে দাঁড়ায়।
আস্থা আছে বলেই তো দাঁড়ায় ... আবার
ভাবনা এমনিতো ... মন খারাপ করে দেয়...
চোখে পানির ধাঁরা বইয়ে দেয় ...
আবার ঠোঁটের কোনে হাঁসি আনে
ধীরে... যে মুহূর্তে মন একটু প্রফুল্লিত হয়,
মন ভরষা খুঁজে পায়, আস্থা খুঁজে পায়... ...
এটাই জীবন!
যে অবগাহন করে বয়ে বেড়াতে পারে ...
সেইতো পারে...
কিনারায় তরী ভিড়াতে ... হতাশায় কি লাভ বলতে পার?
নিজেকে উজাড় করে ভাবনার সাগরে ভাসিয়ে দাও...
ভাসমান মনই হবে তোমার ভেলা ;
ভাসবে তুমি তোমার শর্তে...
দেখই না ... কোথায় গিয়ে ভিড়ে !
অভয় দিলে যে তুমি, নীলকে ....আবার আজ
তুমিই কেন আত্মহারা?
আকাশকে শুধাও নীল আবীরে,
দেখে দিতে ... ... তোমার ঈশান কোন
এক প্রহর পার হয়ে ...
নীল দিগন্তের আর মেঘের ফাঁকে উঁকি দেবে...!
থেকেও নিশ্চিত... ... ...
চলে যাচ্ছে, যায় জীবন যেভাবে...
ভাল থাকাটা আপেক্ষিক! নয় কি ?