কপালের ঠিক মাঝখানে কালো টিপটা
একটু কি নড়ে গেল? না ঠিক আছে...
আয়নার সামনে নড়ে চড়ে...
আগোছালো ভাবটা গোছালো বেলা।
একটু পরই দুরন্ত ছেলেটার দূরন্তপনা,
এ যে শুধু তারই জন্য বোঝে বেলা,
বুঝতে দেয়নি এখনো।
দেখা যাক কি হয়?
ইশঃ বুকের ঠিক মাঝে ঢিপ ঢিপ...
বুঝতে দেয়নি এখনো!
ছিপ ছিপ গড়নের বেলা...
গায়ের রংটাই শুধু একটু চাঁপা,
তা ছাড়া পরীর মত ভেসে থাকে...
সাজে কিংবা না সেজে!
মাঝে মাঝে শুনতে হয় অনেকের কথা...
কি ব্যাপার! কালো মেয়েটা দুধে আলতায় রাঙ্গালো কি করে?
রাগ হয় বেলার, অনেক রাগ...
এরা কখন যে কি তাকে বলে এসব?
রাগ পড়ে যায় নিজেকে দেখেই...
আসলেইতো সে অনেক সুন্দর...
ধূপ করে শব্দ!
এইরে পাগলটা এলো বুঝি?
নাকি দেয়াল বেয়ে উঠতে গিয়ে পা ভাঙল!
আশ্চর্য হবার কিছু নাই, যা করে পাগলটা?
আবারও ঢিপ ঢিপ বুকের মাঝে,
এই পাগলামি তারই জন্য!
বুঝতে দেয়নি এখনো,
ছেলেদের এত তাড়াতাড়ি বুঝতে দিতে নাই!
সময় হয়নি এখনো,
ভাললাগার ভালবাসার টান নাকি মোহ...
বুঝে নেয়া দরকার যে অনেক...
আরেকটু লম্বা টম্বা হলে ভাল হত...
তবুও ভাল লাগে দেখতে ...
আবেগ ভরা চাওয়া, বেলার কাছে ছুটে আসার ভাষা!
দূর থেকে দেখতে পাওয়া...
কি সাহস রে বাবা?
সবাইকে লুকিয়ে, দেয়াল টপকে
হাজির বেলার দোতলার জানালায়...
চোঁর চোঁর বলে তাড়া খেয়ে
দৌড়ে পালানো... ঈশঃ ব্যথা পেল নাকি?
বুকের ভিতর খস খস করে!
এটাই কি প্রেম?
জানতে দেয়নি এখনো, আস্তে আস্তে জেনে যাবে...
তাড়াহুড়ো কি?
তারপর যেন সেই গোপনে গোপনে হারিয়ে যাওয়া...
লেকের ধারে কিংবা নদীর পাড়ে...
ছোট্ট বেলা যেন গেলো বড় হয়ে ...
চলে গেলো গভীর থেকে গভীরে ...
ছোট্ট মানুষটার ছোট-বড় প্রমের আবেগে ভেসে!
কত স্বপ্ন, একটু হাত ছোয়া...
যেন সেলুলয়েডে ভাসে ছোট্ট ছোট্ট ...
একের পরে এক টুকরো টুকরো ফ্রেম...
দূরে চলে যাবার ভয় কি ছিল কখনো?
ভাবা হয় নাই বেলার...
সময় বা ইচ্ছা কিছুই ছিল না...
ছিল বেলা ওর সব কিছু - থেকে ছোট্ট মানুষটা আবেগে
ভাসিয়ে নিল,পরিণত হল যেন বেলার সবকিছুতে...
সেখানে হারাবার ভয় আসে?
তারপরও আজ অবাক হয়ে ভাবনা...
কিভাবে দিনে দিনে বেলার স্বপ্ন ঝাপসা হতে থাকে!
এখন বেলা আটকে গেছে
শূন্যতার বিশাল গহ্বরে...
যেখান থেকে উঠে আসার,
ফিরে তাকাবার উপায় নেই...
এভাবে কি ভেবেছিল বেলা?
দিন-ক্ষন মাস বছর গড়িয়ে...
যুগে পড়েছে ওর যুগল বন্দি জীবন যাপন...
কোথায় এখন সেই আবেগ,
প্রেম বা ভালবাসা... চাওয়া আর পাওয়া...
জানালা দিয়ে পালিয়ে যাওয়া আবেগ...
শুধুই যন্ত্রণায় অবগাহন... বেঁধে শুন্যতার বেড়াজালে
যেন পালা - প্রতিক্ষার পর প্রতিক্ষার...
ফিরে পাবার আকুতি নিয়ে চেয়ে থাকা...
বেঁধে নেবার আকাংখা শুধু ...
ভালবাসার অরন্যের... মিছে মায়াজালে...
অস্থিরতায় আড়াল করা বেদনায়...
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২২