আন্তর্জাতিক আইন প্রথা ও কনভেনশান ভঙ্গ করে ইনডিয়া বেআইনী ভাবে বাংলাদেশের নদী গুলি থেকে পানি প্রত্যাহার করায়, রাজশাহী বিভাগ ও সংলগ্ন ভূখণ্ডের মরুকরণ প্রক্রিয়া দ্রুততর হচ্ছে।
কারণ নদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকলে নদীর দু'পাশে মাটির নিচের স্তরে পানি পাঠায়। ফলে মাটির প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে।
ভূগর্ভস্থ পানির স্তর সমৃদ্ধ হয়, পুকুর-খাল-বিল ও নল কূপে সহজে পানি পাওয়া যায়।
কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা যায় সহজে। কিন্তু বাংলাদেশের গঙ্গার প্রবেশ মূখ থেকে বেআইনী ও একতরফা ভাবে পানি প্রত্যাহারের কারণে পদ্মা এখন দুই তীর ভূখন্ডে পানির যোগান দিতে পারছেনা।
পানির স্তর নিচে নেমে যাচ্ছে, সেচ প্রকল্পগুলি অকেজো হয়ে পড়ছে।
পানির নাগাল পেতে নলকূপের পাইপ নামাতে হচ্ছে আরো গভীরে। তুলনামূলক গভীর থেকে উঠে আসা এই পানি তুলে নিয়ে আসছে মরণ বিষ আর্সেনিক।
আসুন, আমরা ইন্ডিয়ার এ বেআইনী কাজের প্রতিবাদ করি।
আমরা আমাদের ন্যায্য ও ন্যায়সঙ্গত দাবীর প্রতি সোচ্চার হই।
নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।