somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণের শত গান : নব ইতিহাস সাক্ষী রইল প্রজন্ম চত্বর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গণজাগরণের শত গান : নব ইতিহাস সাক্ষী রইল প্রজন্ম চত্বর



বিমানে উড়তে তিরিশ মিনিট
এতো কাছে তবু দূর
বিলকুল নেই পাসপোর্ট ভিসা
সীমানা চেনেনা সুর।

সীমানা চিনি না আছি শাহবাগে
আমার গিটারও আছে ,
বসন্ত আজ বন্ধুরা দেখো
গণদাবি হয়ে বাঁচে ।

বাঁচো গণদাবি , বাঁচো গণদাবি
আসল বিচার চাই,
যার যা পাওনা তাকে সেটা দাও
গণদাবি একটাই।

কবির সুমনের গান। শাহবাগের গণজাগরণ নিয়ে নিজের লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন কবির সুমন নিজেই। তারুণ্যে অনির্বাণ জাগরণের প্রাণ কেন্দ্র শাহবাগের প্রজন্ম চত্বরের গণবিস্ফোরণ নিয়ে গাওয়া হচ্ছে ডজন ডজন বিপ্লবী গান। এর মধ্যে সুমনের এই গানটির শিরোনাম ‘গণদাবী’। এরপ তিনি তৈরি করেন ‘শাহবাগে রাতভোর’ শিরোনামের আরেকটি গান।

শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর
নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম চত্বর।

স্লোগানে স্লোগানে কাঁপে লাখো নবীনের বুক
ছেলেমেয়েদের মুখেই আমার বাংলাদেশের মুখ।

হাত ধরে ছেলেমেয়ে মুক্তির গান গেয়ে
জেগে আছে আজ প্রহরীর মতো আসল বিচার চেয়ে।

শহীদ জননী দেখছেন জাগরণ প্রস্তুতি
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতিপুতি।


কবির সুমনের গান দুটোতে আন্দোলনরত সবার কথাই বলছে খুবই সহজ-সাবলীল আর মর্মস্পর্শী ভাষায় , গান দুটোর সুরও হৃদয় ছুঁয়ে যায়।



প্রথমদিন থেকেই তারুণ্যের এই প্রতিবাদে সশরীরে মাঠে আছেন তরুণ সংগীতশিল্পী প্রীতম। তিনি বেঁধেছেন ‘একাত্তরের হাতিয়ার’ শিরোনামের একটি গান। গানটির কথা-সুরও করেছেন তিনি নিজেই। গানটির কথা হলো --

মাগো আবার তোমার গর্ভে জন্ম যদি পাই
আমি সূর্যসেন বা নূর হোসেন হয়ে আবার ফিরতে চাই
মাগো আবার তোমার গর্ভে আমায় দিও তুমি ঠাঁই
হবো ক্ষুদিরামের হাসি না হয় সুকান্তের দেশলাই।

প্রীতমের মতো প্রজন্ম চত্বরের আরেক সক্রিয় কর্মী তারছিঁড়া ব্যান্ডের ভোকাল ভব। তার গানটিও শ্রোতাদের বেশ আকৃষ্ট করেছে। ভব’র গাওয়া গানটির কথা---

আমি দেখিনি দুই শূন্য তেরো দেখেছি একাত্তর
দেখেছি শাহবাগ জনসমুদ্দুর
আমাকে আজও মিছিল টানে, জয় বাংলা স্লোগানে’।


প্রথম ব্যান্ড হিসেবে হাজারো মানুষের এ আন্দোলন নিয়ে গান করেছে চিরকুট। প্রজন্ম চত্বরে বসেই চিরুকুট ব্যান্ডের সদস্যরা গণজাগরণের এই গানটি তৈরি করেন। ‘তুই রাজাকার’ শীর্ষক এ গানটির কথা আর সুর, সবই হয়েছে প্রজন্ম চত্বরে। শুধূ তাই গানটি নিয়ে তারা নিজেরাই প্রজন্ম চত্বরে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। গানের কথা ---

তোর শরীর জুড়ে ঘা, কী ঘেন্না কী ঘেন্না
আর তো কিছুই চাই না, ওদের ফাঁসি দিয়ে দেন না
শাহবাগে জনতার বুকফাটা চিৎকার
তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’।

চলমান গণজাগরণ নিয়ে গত দুই সপ্তাহে অর্ধশতাধিক গান রচনা করেছেন বিভিন্ন গীতিকবি। আর সেসবের সুর-কণ্ঠও দিয়েছেন বেশ ক’জন সাংস্কৃতিক কর্মী-সংগীত শিল্পীরা। জানা যায়, এরই মধ্যে শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে গান বেঁধেছেন দেশের জনপ্রিয় আরও দুই বিষয়ভিত্তিক গানের শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও শায়ান।

তরুণ প্রজন্মের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ‘শাহবাগ’ শিরোনামের একটি গান লেখেন গীতিকার শাহান কবন্ধ। গানটির কথা, ‘কোনো আপস নয়, এভাবেই আসে জয়, শুধু রুখে দাঁড়াতে হবে/যতক্ষণ না হয় বিচার ওদের প্রতিবাদ করে যেতে হবে’। এতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ ও শফিক তুহিন। সুর করেছেন জয় শাহরিয়ার, সংগীত করেছেন সুজন।

শাহ্বাগের গণজাগরণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তৈরি করে দ্বৈত কণ্ঠের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু ও দিনাত জাহান মুন্নী। গানটির শিরোনাম ‘জেগেছে নতুন এক বাংলাদেশ’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। গানটির কথা লিখেছেন কবির বকুল।

শহীদ ব্লগার রাজীব হায়দারকে নিয়ে গান তৈরি করেছে দূরবীন ব্যান্ড। ব্যান্ডের দলনেতা শহিদের কণ্ঠ ও সুরে ‘নতুন মুক্তিসেনা’ শিরোনামে এ গানের সঙ্গীতায়োজন করেছেন দূরবীনের সদস্যরা। গানটি লিখেছেন জনি হক।
এ গানের প্রথম কয়েকটি লাইন হচ্ছে—

জেগে আছি, থাকবো জেগে বন্ধুরা জেগে থেকো
তোমরা নতুন মুক্তিসেনা, রাজীবকেও মনে রেখো
বলেছি মাকে বিচার না পেয়ে, বাড়ি ফিরবো নাকো
তোমরা নতুন মুক্তিসেনা/ রাজীবকেও মনে রেখো।


দেশের তুমূল জনপ্রিয় রকস্টার আইয়ুব বাচ্চু শাহবাগের আন্দোলন নিয়ে বেধেঁছেন দুটি গান।এর একটি হচ্ছে-

জেগে থাকো বন্ধুরা আসছি আমি
টগবগে তারুণ্যে ভাসছি আমি
কণ্ঠে আমিও আজ কণ্ঠ মিলাই
দেবো না পুরনো ক্ষতে নতুন সেলাই
যুদ্ধাপরাধীর বিচার চাই...।


অন্যটি হচ্ছে-

‘বারুদের পাশে আগুন রেখেছো
জ্বলে ওঠা নতুন এক রূপ দেখেছো
সত্যকে চাপা দেয়া যাবে না আর
ফাঁসি চাই ফাঁসি চাই, তুই রাজাকার...’।


আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে গান দুটির কথা লিখেছেন কবির বকুল। জানা যায়, ‘জেগে থাকো বন্ধুরা আসছি আমি’ গানটি গাইবেন আইয়ুব বাচ্চু, আর ‘ফাঁসি চাই ফাঁসি চাই, তুই রাজাকার’ গানটি গাইবেন মমতাজ। গান দুটির রেকর্ডিং চলছে।


বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ও সৌখিন গায়ক জয় প্রকাশ । শাহবাগের আন্দোলনকে নিজের কন্ঠে তুলে ধরেছেন তিনি। নিজের কথা, সুর আর কণ্ঠে তিনি গেয়েছেন -

শাহবাগ আজ জনসমুদ্র শাহবাগ আজ সারাদেশ
লালসবুজের পতাকায় জাগে দ্রোহী প্রতিবাদী বাংলাদেশ।
শাহবাগ আজ প্রত্যয়দীপ্ত শাহবাগ আজ স্পর্ধিত
দৃপ্ত কন্ঠে জীবনের গান গেয়ে মুছে দেবে রাষ্ট্রের ক্ষত।

শাহবাগের গণজাগরণ নিয়ে নতুন গান তৈরি করেছে প্রমিথিউস। গানের কথা ও সুর করেছেন ব্যান্ড প্রধান ও ভোকাল বিপ্লব। ‘প্রজন্ম চত্বর’ শিরোনামের গানটি শাহবাগে গেয়ে এ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন বিপ্লব ও তার ব্যান্ড প্রমিথিউস। শাহবাগ নিয়ে গান তৈরি করেছে বেসবাবা সুমনের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। ব্যান্ডদল সার্কেলেরও নতুন একটি গান গাওয়া হচ্ছে শাহবাগ চত্বরে।


গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর নতুন গান নিয়ে যোগ দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীদের সাথে। গানের কথা- ‘ভয় নেই আজো আছি মোরা একসাথে শাহবাগে ...’। ‘বিপ্লব’ শিরোনামে একটি গান লিখেছেন শিল্পী-সাংবাদিক রেজা করিম। সুরারোপ করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন হক।

‘শাহবাগে আছি’ শিরোনামে গান করেছেন শিল্পী-সংগীত পরিচালক পৃথ্বিরাজ। গুঞ্জন চৌধুরীর কথায় ‘আমরা জেগে আছি’ শীর্ষক একটি গান তৈরি করেছেন প্রবাসী শিল্পী মিল্টন রেজা। ‘তুই রাজাকার’ নামে গান বেঁধেছেন সুফি ঘরানার শিল্পী ক্লোজআপ তারকা পুলক।

ফেসবুকে ‘প্রজন্ম চত্বর’ নিয়ে গান বাঁধার দাবি উঠেছে নগর বাউল জেমস, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়াদের মতো তারকা শিল্পীদের অগুনতি ভক্তের পক্ষ থেকে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০২
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:৩২



"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন

আমিত্ব বিসর্জন

লিখেছেন আজব লিংকন, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৪৮



আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।

"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন

স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?

লিখেছেন শিশির খান ১৪, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪১


স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

×