একটা নেটবুক কিনবো, তবে কোনটা...? সেটাই ভাবছি আমি. বাজারের অনেক ব্র্যান্ড, অনেক ডিজাইন যেমন. আমার চাহিদাও অনেক রকম. আর নেটবুক কেনার ক্ষেত্রে একটা বিষয় মেনেই নিয়েছি, ইলেকট্রনিক্স জিনিস গুলো ভাগ্যের উপরও অনেকটা নির্ভর করে. কথাটা আমার এক বড় ভাই বলতেন. এখন সেটা আমিও বুঝতে পারছি. কারন, গত ৩ বছর যাবত একটা পুরানো ল্যাপটপ ব্যবহার করে আসছি. জানিনা, আমার মতো কতজন এমন ল্যাপটপের এমন অপব্যবহার করে. ৩ঘন্টা ব্যাকআপ পেয়েছি দীর্ঘদিন. বর্তমানে সেটা আর পাচ্ছিনা. তবুও আমি বিশ্বাস করি আমার এই পুরানো তোশিবা ল্যাপটপ আমার কাছে অনেক ভাল. তবে প্রয়োজনের তাগিদে এখন নেটবুক কেনার কথা ভাবছি.
নেটবুকে আমার প্রথম প্রয়োজন যত বেশী ব্যাটারী ব্যাকআপ পাওয়া যায়. এরপর কাজের কথায় আসি. নেটবুকে আমার প্রধান ৩টি কাজ হচ্ছে, ওয়ার্ড ব্যবহার (লেখালেখির কাজ/ মাইক্রোসফট ২০০৩ ওয়ার্ড), ফটো এডিটিং (এডপ ফটোশপ) ও ইন্টারনেট ব্যবহার. এর থেকে ভারী কোন কাজ নেই আপাতত.
কম দামে ভালো কনফিগার সম্পূর্ণ আমার প্রয়োজনীয় কাজ করার উপযোগি কিছু নেটবুকের পরামর্শ চাই আপনাদের কাছ থেকে. পরামর্শের পাশাপাশি নেটবুকের কোন ইন্টারনেট লিংক থাকলে সেটাও জানাবেন. আশা করছি, আপনাদের পরামর্শে ভাল একটা নেটবুক কিনতে পারবো.