এক. বাবা আমার প্রিয় ব্যক্তি। ছোট বেলায় মাঝে মাঝে বাবাও আমাকে বাবা বা আব্বু বলে ডাকতো। তখন বুঝতাম না বাবা শুনতে পাবার কি আনন্দ আর মজা। তবে ভাল লাগতো ছোট মানুষ হয়েও আমি বাবা ডাক শুনি।
দুই. অনেক দিন হলো বাবার মুখে আর সেই ডাক শুনতে পাইনা। বাবার সাথে চলি ফিরি, প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক কথা বলি। কিন্তু ভুল করেও বাবা আমাকে আর বাবা বা আব্বু বলে ডাক দেয় না। বাবার মুখে বাবা ডাক শোনা এখন অনেক মিস করি।
তিন. হঠাৎ করেই আমার স্ত্রী অসুস্থ্য। আমি চিন্তিত। তাকে চিকিৎসকের নিকট যাবার পরামর্শ দিলাম। সে গত ০১ মার্চ'১১ তারিখে চিকিৎসকের সরনাপন্ন হলো। ফিরে এসে সে জানালো আমি বাবা হচ্ছি। আমি আনন্দিত হই, পুলকিত হই।
চার. শ্রষ্ঠায় জানেন সত্য-মিথ্যা। নিজের কাছে অবশ্য এখন অবাক লাগছে। আমি নিজেই এখন বাবা হচ্ছি। সৃষ্টিকর্তা চাইলে আমার সন্তানের মুখে আমি বাবা ডাক শুনতে পাবো। হয়তো আমার বাবার মতো আমিও তাকে বাবা, আব্বু বা আব্বা বলে ডাকবো।
পাঁচ. এখনো অনেক সময় অবশিষ্ট রয়েছে। এখন শুধু ভাবনার সময়। আমি ভাবতে থাকি, নিজের সন্তানের মুখে বাবা ডাক শুনলে কি ধরনের আনন্দ হয়। আমি এটাও চিন্তা করি বাবা বা সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনে এবং সন্তান বা বাবাকে বাবা বলে ডাকার মধ্যে সবচেয়ে বেশী সুখ রয়েছে কোনটাতে......
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১১ রাত ১২:০৯