সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে বেশ একটা আনন্দময় অনুভূতি হয় আমার। আমি এই দেশের সবচাইতে বেশী জানা মানুষদের একজন। আমি সব বিষয়ে সম্যক ধারণা রাখি। ধর্ম, রাজনীতি, দর্শন, কবিতা, প্রবন্ধ, খেলাধুলা, শেয়ার বাজার, কাঁচাবাজার, ডাক্তারী থেকে শুরু করে উড়োজাহাজ, যুদ্ধজাহাজ, ডুবো জাহাজ অথবা প্রেম, বিয়ে, ইয়ে সব বিষয়ে আমার ধারণা আছে একদম। প্রতিদিন আমার জীবনের একটা বিশাল অংশ আমি নিবেদিত করেছি জ্ঞান আহরণের জন্য। আমি দাত মাজতে মাজতে, দাড়ি কাটতে কাটতে, প্রাতঃকালীন ইয়ে করতে করতে পড়তে পারি। পড়তে পড়তে আমি কাপড় বদলাই, মাছের কাঁটা বাছি, জুতোর ফিতে বাঁধি, এমনকি ব্যস্ত রাস্তায় গাড়ি চালনা করতে পারি অত্যন্ত নিরাপদে। অনেক বেশী পড়ি বলে আমার অনেক বেশি সময় জেগে থাকতে হয়, সেকারণে আমি অফিসের "নন প্রোডাক্টিভ" সময়টা ঘুমিয়ে কাটাই। ঘুমনোর সময়টাও আমার স্বপ্নে দেখি ঘুম থেকে জেগে আমি কি কি পড়ব। পড়তে পড়তে যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন আমি আমার অন্য পড়ুয়া বন্ধুরা কি পড়ছে সেটা জানতে চেষ্টা করি, তারা আমার চেয়ে জীবনে কোন কোন বিষয়ে এগিয়ে গেল সেটা জেনে আমি ঈর্ষায় পুড়ি। চুরি করে তাদের জ্ঞানের কিছু অংশ নিজের কাছে জমাতে চেষ্টা করি। যদিও আমি এ দেশের সবচাইতে বেশি জানা মানুষদের একজন; আমি আমার জ্ঞান নিজের মাঝে আটকে রাখিনা। অনেক ভাবনা চিন্তার পর আমার জ্ঞানের সাগরের অংশ বিশেষ কালের সাক্ষী করে রাখতে আমি মাঝে মাঝে অন্যদের মাঝে আমার জ্ঞান ছড়িয়ে দেই। এটা আমার একধরণের সমাজ সেবাও বলা চলে। আমি আনন্দের সাথে পর্যবেক্ষণ করি আমার জ্ঞান সবার মাঝে এক স্ফুলিঙ্গের মত কাজ করে, তারা আমার সাথে একাত্মতা প্রকাশ পূর্বক অত্যন্ত জ্ঞানী ভাব ধরে আমার জ্ঞান বিষয়ক অথবা সম্পূর্ণ অন্য কোন এক জ্ঞানের কথা সবার মাঝে ছড়িয়ে দেয়। এই সামাজিক বিপ্লব একদিনে আসেনি, অনেক কাঠখড় পুড়িয়ে এই পড়ুয়া সমাজ আজ চারিদিকে তাদের জ্ঞান বিলিয়ে চলেছে।
আমি এখন পর্যন্ত এমন কিছু পাইনি যেটা আমার অজানা। ভবিষ্যতেও পাব বলে আমার মনে হয় না। চারিদিকে আজ আমার জয়জয়কার! আমি একজন গর্বিত ফেসবুকার!
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৮