আমার আশে পাশে এখন অনেক নামাজী, মসজিদে গিয়ে নামাজ পড়া নামাজী। অনেক দাঁড়ি, সুন্নাহ মেনে গোঁফ ছাড়া রাখা দাঁড়ি। অনেক অনেক বেশি হিজাব পড়া নারী; হিজাব পড়া ছোট ছোট শিশু খেলার মাঠে! পোশাকে চলনে খাঁটি মুসলমান সবাই; মুখে সব সময় "সুবহানআল্লাহ, মাশাল্লাহ আর ইনশাল্লাহ"। কিন্তু শান্তি পাইনা কেন যেন এদের দেখে! নিশ্চিন্ত নির্ভার হতে পারিনা এদের সংস্পর্শে।
আমি কোরানে পড়া সেই বিনম্র আল্লাহর বান্দাকে খুঁজি; আমি সেই নিরহঙ্কার বান্দাকে খুঁজি; সেই মিতব্যয়ী বান্দাকে খুঁজি, সেই শান্ত ধীর গভীর চিন্তাধারীকে খুঁজি। সেই এতিমের মুখে খাবার তুলে দেয়া মুসলমান কই? প্রতিবেশীর খোঁজ রাখা সেই মুসলমান কই? নিজের বৃদ্ধ বাবা মাকে "উহ" পর্যন্ত না বলা সেই মুসলমান কই? বিপদে ধৈর্য ধরা আর অন্যকে ধৈর্য ধরতে বলা মুসলমান কোথায়?সৎ কাজের উপদেশ দেয়া মুসলমানগুলো কোথায় হারালো? প্রতি সকালে কোরআন পড়া মুসলমান কই? কোথা সেই জন, যে শক্ত হাতে বন্ধ করবে সব দুর্নীতি। সহনশীল হবে অন্যের প্রতি? যে আমার হাজার অপরাধ ক্ষমা করে উল্টো আমার জন্যে কাঁদবে করুণাময়ের সামনে? "আর রহমান" শব্দ শুনে যার ইচ্ছে হবে সবার কাছে সেই দয়ার বানী পৌছে দিতে; মমতা ভরে তাকাতে ইচ্ছে হবে সব প্রাণের দিকে!
কোথা সেই জন, যার অন্তর সবসময় জিকির করবে "আল্লাহ,আল্লাহ" রব;
আল্লাহকে ভয় পাবার আগে; ভালবাসতে শিখুক সবাই!
সবাই সেই বান্দাটি হোক যেমন আল্লাহ বলেছেন সুরা আল-ফুরকানে, আয়াত ৬৩ "রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম।"
লেবাস যদি পড়তেই হয়, তবে অন্তরে লেবাস পরুক সবাই আগে! মানুষকে ভালবেসে ক্ষমা করতে শিখুক আগে!