বালক - বালিকা ( ড্রামাটিক মনোলগ )
আমি ভবঘুরে,
প্রান্ত থেকে প্রান্তে দৌড়াইয়া বেড়াই,
একুল ওকুল করি,
বকুলের সন্ধানে।
কুল নাহি খুজি পাই,
বকুল বলেছিল ফুটিবে আজ,
তারই অপেক্ষা করাই আমার কাজ,
সাথে প্রকৃতির নিরলজ্জ সাজ,
আগ্রার সেই নিগৃহীত তাজ,
গগনের গহিনে এক দল বাজ।
নির্লিপ্ততার সাথে আমার শত আড়ি,
সবাই বলে এ সবই তোমার তরুণ মনের বাড়াবাড়ি
... ইচ্ছা ছিল পথ চলবো আড়াআরি,
পাছে লোকে রাঙ্গাবে চোখ, কড়াকরি,
গগনের পানে কিছু বিক্ষিপ্ত শ্রাবনের মেঘ করবে না হয় গড়াগড়ি,
বিমূঢ় স্বপ্ন গুলো আবার হাতছানি দিয়ে ডেকে বলবে চলোনা আবার না হয় শুরু করি।
………..অতঃপর মহাকালের শিলালিপিতে মুদ্রিত হবে আরেক ইতিহাস,
অনুজেরা অতীত ভেবে রোমাঞ্চিত ও শিহরিত হবে।
…………. ব্যাবিলনের শুন্য কাননে তুমি চন্দ্র মল্লিকা,
গোধূলির অন্তে ঊষার প্রান্তের তুমি উদিত আভা,
কথায় কথায় চঞ্চল বিরক্তি প্রকাশ পায় কি তোমায় শোভা!!!!!
………আর কিছু????
আহত হৃদয়ে , ব্যাথিত ধ্যানে, উদিত জ্ঞানে,
মার্জিত চরণে , বালিকা একি সুধাই !!!!
আহা একি মোঘলের দরবারের অমৃত সুধা পান?
নাকি ইস্তাম্বুলের সেই প্রাচীন মিনারের পাদদেশে
সেই অচেনা ললনার দুর্বল আহবান?
নাকি গহিন অরন্যের কলতান?
কালের পর কাল ব্যাপিয়া,
ইরান তুরান , আফগান ছাড়িয়া,
পাক , ইন্দে তুফান তুলিয়া,
জায়া মজেছে এই বঙ্গে!!!
মন বলছে আজ না হয় যাইনা তার সঙ্গে।
মসৃন চরণ, মার্জিত বচন , চির চেনা আঁখি,
মুদিত নয়নে, দীর্ঘ শয়নে, দেবেনা কভু ফাঁকি,
আহা , সে কি উদিত সুরুজ , হেলিলো ঈষানে, পথ যে বহু বাকি,
শিল্পীর তুলিতে, সৈকতের বালিতে কত যে স্বপ্ন আঁকি।
যাই যাই করে বালিকা তাকালো আকাশ পানে,
হঠাৎ করে কি সুর যেন বেজে উঠলো কানে।
কপোতীর অশ্রু কনায় সিক্ত হলো নয়ন,
আহা সেকি .........,
এই অবেলায় বালিকা একি আর্জি করিলো
যেতে চাইলেই কি যাওয়া যায় !!!
হেক্টর কহিলো , আক্রান্ত ট্রয়
উন্নত শিরে , নাহি কোন ভয়
ললনা সুধালো, না গেলেই কি নয় ??
হেক্টর কহিলো, মহা প্রলয়,
বেগম আজ ভাঙ্গ তোমার মমতার বলয়,
অ্যাকিলিস দ্বারা হইবে ট্রয়- ক্ষনিকালয়।
আফ্রুদাইতির ক্রোদে,
এ্যপোলোর রোদে।
অতঃপর...........
শীতল নিশিতে , আজি প্রভাতে, বালিকা ডাকিলো নির্জন সভাতে
সুধাইল আজি , ধরিল বাজি,
গগনে, পবনে বাজিল বিষের বাঁশি,
কদম ফুলে সেজেছে আজ, সাথে নির্লিপ্ত হাসি।
আবু ইসাকের মহাপতঙ্গে ,
বালক ছুটিল আজ প্রিয় বঙ্গে।
দেখা হবে অপেক্ষমাণ কারো সঙ্গে,
প্রতীক্ষার প্রহর গত হবে নতুন রঙ্গে।
মনেতে আশা ভাসাইবে সাম্পান,
বাম অলিন্দের মৃদু কম্পন।
আড়াই দশকের যাপিত গ্ল্যানি,
বালিকা কহিলো সবই জানি!!!
বালক হাসিল আপন মনে,
অশ্রু গড়াইলো, বালিকার আঁখি কোনে।
বালক কহিলো, বালিকা সহিলো......!!!
বহু ক্রোশ দূরে , বহু পথ ঘুরে,
গিরি ছাপাইয়া, প্রান্তর দাপাইয়া
মজেছি বঙ্গ জায়ায়।
খুঁজেছি তারে বহু বন্দরে
যে থাকে মনের ছায়ায়!!
বালিকা উঠিল, দিগন্তে ছুটিল
ফুটাইলো পুষ্প, ভাসাইলো ভেলা, উড়াইলো ফানুস আশার,
আনন্দে আজ বাঁধন হারা, অপ্রকাশিত ভাষার।
এতোকাল ভাবিত, আবেগ সবিইতো কেবল অরন্যে রোদন,
মনের গহিনে, সুপ্ত থাকিত, জাগতিক সব বাঁধন।
হঠাৎ করিয়া, গগন ফাটিয়া, নামিলো আশার বৃষ্টি,
সিক্ত গাত্রে, পল্লবে পত্রে সরাইলো তাহার দৃষ্টি।
লাজ লাজ মনে, ভেবে ক্ষণে ক্ষণে, বালিকা আজ সিক্ত
ঘুম ভাঙ্গিয়া, হাঁসফাঁস করিয়া , বালিকা ভাবে
স্বপ্নে যাহা যাহা দেখিয়াছি তাহা ঠিক তো ???????????????
০২.২৪.২০১২
নিউ ইয়র্ক
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন