গত ১০ ই মে হুটহাট করেই বিয়েটা করেই ফেললাম।এমনিতে সব ঠিকঠাকই ছিল, শুধু মেয়ের বাড়ির কেউ রাজি ছিলনা আর আমার বাসায় কেউ কিছু জানেনা। তাছারা বাকীসব ঠিকঠাকই ছিল। ২ জন বন্ধু (সাক্ষী হিসেবে) আর আমরা দুজন। সারাদিন নেট ঘেটেও উত্তরা কাজী অফিসের ঠিকানা বা ফোন নম্বর বের করতে না পেরে শেষমেষ ঐ বন্ধুদের কাছেই হাত পাতলাম। ওরা অনেক ঘুরেটুরে নিয়ে গেল এক কাজী অফিসে। সেখানেই কর্মসম্পাদন করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া অতঃপর বাড়িতে প্রত্যাবর্তন। আর এখন আমার মত আর যারা উত্তরা কাজী অফিসের ঠিকানা খুজছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য এই উপকারি পোষ্ট। আগেই বলে নেই, উত্তরায় কাজী অফিসের অভাব নেই। তার মধ্যে এটিও একটি। আমি অফিস কর্তপক্ষের অনুমতি সাপেক্ষে এই পোষ্ট প্রকাশ করছি।
ঢাকার অভিজাত এলাকা দক্ষিনখান (উত্তরা)৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করার গুরু দায়িত্বে নিয়োজিত আছেন এই কাজী অফিসটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই এই কাজী অফিসটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
ঠিকানা: জয়নাল মার্কেট, রেল গেট মসজিদের উত্তরপার্শ্বে, দক্ষিনখান (উত্তরা), ঢাকা-১২৩০
মোবাইল: ০১৯১১-৯৬৮০৮০
পরিচালনার দায়িত্বে আছেন যারা
এই কাজী অফিসটির প্রধান কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহা: আব্দুল আউয়াল। এছাড়া কাজী সাহেবের কাজে সার্বিক সহযোগিতার জন্য একজন সহযোগী কাজী আছে। প্রধান কাজী সাহেবের অনুপস্থিতিতে তিনি বিবাহ সম্পাদন করাতে পারেন।
সেবাসমূহ ও তার চার্জ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত নিম্নোক্ত হারে ফি নিয়ে থাকে।
(১) বিবাহ রেজিষ্ট্রেশন কাবিননামায় ধার্যকৃত দেনমোহরের প্রতি ১,০০০ টাকায় ১২.৫০ টাকা হারে চার্জ প্রদান করতে হয়।
[প্রতি ১ লক্ষ টাকায় ১,২৫০ টাকা]
(২) তালাক রেজিষ্ট্রেশন ৫০০ টাকা চার্জ প্রদান করতে হয়।
(৩) বাংলা কাবিননামা
(৫) ইংরেজী কাবিননামা
এ সকল ক্ষেত্রে সরকার নির্ধারিত কোন চার্জ নেই। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে।
(৪) আরবী কাবিননামা
(৫) বিবাহ সার্টিফিকেট
(৬) কোর্ট ম্যারেজ সার্টিফিকেট সরবরাহ
(৭) হারিয়ে যাওয়া কাবিননামা প্রস্তুত
(৮) স্বামী-স্ত্রী বিদেশ যেতে কাবিন নামা সরবরাহ
বিবাহে করণীয়
মুসলিম বিবাহ আইন অনুসারে মেয়ের বয়স ন্যূনতম ১৮ বছর ও ছেলের বয়স ন্যূনতম ২১ বছর হতে হয়। বিয়ের সময় ছেলে-মেয়ে উভয়ের বয়স প্রমাণের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। মেয়ে ও ছেলে উভয় পক্ষের ২ জন করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে সাক্ষী ও একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মেয়ের পক্ষ থেকে বিবাহে উকিল হিসেবে বিবাহ রেজিষ্ট্রেশন ফরমে তাদের নাম, ঠিকানা উল্লেখপূর্বক স্বাক্ষর করতে হয়। তবে উকিলের বিষয়টি বাধ্যতামূলক নয়, থাকলে ভাল হয় আর না থাকলে তেমন কোন অসুবিধা হয় না। এছাড়া বিয়ের ক্ষেত্রে যে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ সে দেনমোহর নির্ধারণে কাজী অফিসের কোন ভূমিকা নেই। সাধারণত সর্বনিম্ন দেনমোহর ধার্য করা হয় বর্তমান সোনার বাজার মূল্যের উপর ভিত্তি করে। তবে অধিকাংশ ক্ষেত্রে ছেলে-মেয়ে ও তাদের অভিভাবকেরা আলোচনা সাপেক্ষে এই দেনমোহর নির্ধারণ করে থাকেন।
তালাকে করণীয়
এই কাজী অফিসে বিবাহ বন্ধনের পাশাপাশি যদি কোন অনাকাঙ্খিত কারণে বিবাহ বন্ধন বিচ্ছেদের প্রয়োজন হয়, তাহলে সে ব্যবস্থাও রয়েছে। ছেলে যদি মেয়েকে তালাক দিতে চায় তাহলে সর্বপ্রথমে মেয়েকে লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে। এরপর মেয়ে যে এলাকায় বসবাস করেন সে এলাকার সিটি কর্পোরেশনের/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে নোটিশের মাধ্যমে জানাতে হবে। উপরোক্ত কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ক্ষেত্রবিশেষে ১০০ দিনের মধ্যে তালাক প্রক্রিয়া কার্যকর হয়। বিবাহের মতো তালাকের ক্ষেত্রেও সাক্ষী থাকতে হয়। ছেলে যদি মেয়েকে তালাক প্রদান করে তাহলে একজন ব্যক্তিকে সাক্ষী থাকতে হয়। তবে এক্ষেত্রে সাক্ষী না থাকলেও তালাক প্রক্রিয়াটি কার্যকর হবে। কিন্তু মেয়ে যদি ছেলেকে তালাক প্রদান করে তাহলে অবশ্যই একজন সাক্ষী থাকতে হবে। অন্যথায় তালাক কার্যকর হবে না। এছাড়া ছেলে-মেয়ে উভয়ে কোর্টের মাধ্যমেও তালাক প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তালাকের ক্ষেত্রে ছেলে যদি মেয়েকে তালাক দেয় তাহলে মেয়ের খোরপোষের বিষয়টি আপোষের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। আর মেয়ে যদি ছেলেকে তালাক দেয় সেক্ষেত্রে মেয়ের খোরপোষের কোন দায়-দায়িত্ব ছেলের উপর বর্তায় না। তবে ইদ্ধত এর জন্য ৩ মাস সময় থাকে।
অগ্রীম বুকিং
এই কাজী অফিসে সরাসরি ছেলে-মেয়ে সহ উপস্থিত হয়ে বিয়ে পড়ানোর পাশাপাশি নির্ধারিত সীমানায় অবস্থিত বিভিন্ন বাসা ও পার্টি সেন্টারে আয়োজিত বিবাহ অনুষ্ঠানে গিয়ে বিয়ে সম্পাদন করানো হয়। এজন্য সরাসরি বা ফোনের মাধ্যমে ন্যূনতম ৩ দিন আগে আগে যোগাযোগ করে নির্ধারিত দিন, তারিখ, সময় ও ঠিকানা জানাতে হয়।
খোলা-বন্ধের সময়সূচী
এই কাজী অফিসটি প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত খোলা থাকে।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৩৭