যদিও এটা মনে হচ্ছে কোনো মদ্যপ চিত্রশিল্পীর আকা ছবি কিন্তু তা নয় , বাড়ি টি ৪০০০ স্কয়ার ফুটের বাড়িটির নাম Rezydent Shopping Center ।
পোল্যান্ডে অবস্থিত একখানা মাথা নষ্ট বাড়ি । বাড়িটি ডিজাইন করেছেন Szotynscy Zaleski । ডিজাইনারের নাম উচ্চারণ করে বাংলায় লিখতে পারছিনা তাই দুঃখিত
Forest Spiral - Hundertwasser Building
হা এ কি দালান রে বাবা নাকি অন্য কিছু ! কার মুখ দেখে যে আর্কিটেক্ট Heinz M. Springmann সাহেব ডিজাইন করেছেন আমারও তাকে দেখতে ইচ্ছে করছে
The Torre Galatea Figueras (Spain)
স্পেনে ডিম কিন্তু বাজ পাখি দালানের ওপরেও পাড়ে । কিন্তু তা দেয়ার সুযোগ নেই তাই এভাবেই পরে থাকে ।
The Basket Building (Ohio, United States)
আরেকটু হলেই তো ভ্যানিটি ব্যাগ হয়ে যেত ।
"আমার মানি ব্যাগ তা পাচ্ছিনা , তোমার ভ্যানিটি ব্যাগ টা দিবা?"
টেরোরিস্ট ডিজাইনার বিল্ডিং উল্টিয়ে দিল ?
Dancing Building (Prague, Czech Republic)
আর্কিটেক্ট Architect Vlado Milunić সাহেব নাচা নাচি পছন্দ করেন তাই দালান টাকেই ধ্বংস হওয়া অব্দি নাচিয়েই ছাড়বেন ।
Stone House, Guimarães, Portugal
পাথর কেটে বাড়ি । এক টুকরো স্বর্গ।
এটা আমাদের পাশের দেশ । ইন্ডিয়া ।
এটা নিশ্চই কোনো টর্নেডো এর কাজ । এটা কোনো মানব ডিজাইনারের কাজ হতে পারেনা
জ্বি পাঠক একজন বাংলাদেশী হিসেবে এটাই বিশ্বের সেরা । আসুন আমরা আমাদের শহীদ দের মর্যাদা রক্ষা করি । প্রথমে মাতৃভাষায় দীক্ষা লাভ করি ।
সামুর ফটো আপলোড ধারণ ক্ষমতা সীমিত তাই সব ছবি আপলোড দিতে পারিনি ।
আমার ইউটিউব চ্যানেলে ৫০ টি অত্যাশ্চর্য দালান নিয়ে ভিডিও টা দেখতে পারেন ।
৫০ টি বাড়ি যা অভাবনীয়
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫১