মধ্য রাতের শেষ আঁধারের ফোটা পড়ে
আমার লাশের ওপর ।
যদিও প্রাণবায়ু কবেই
শূন্যে মিলিয়ে গিয়েছে ।
তবুও শিহরিত হই ।
শেষ রাতের শেষ বাতাস বিন্দু
আমার মৃত শরীরে আদরে বুলায়।
আমি বুঝতে পারি ।
ইন্দ্রিয় গুলো এখোনো সজাগ ।
ভোরের আলো ফোটার অপেক্ষা করছি ।
বাঁশ বনে কারা যেন শিষ দিয়ে ওঠে ,
কালবোশেখী বাতাসে পাতা গুলো বিদ্রোহ করে ।
আওয়াজ তোলে সর্বোচ্চ ।
যদিও আমি মৃত তবুও শুনছি ।
আমি এখন অপেক্ষায় আছি দেখার
আমার হত্যাকারী কে ।
তোমাকে ।
অপেক্ষায় আছি ।
প্রথম প্রকাশঃ
২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫৩ |