সরাসরি সীমান্ত না থাকায় স্থল বাহিনীর বিস্তারিত বিবরন বাদ দেয়া হয়েছে।
ইসরাইল
সক্রিয় সৈন্য ১,৮৬,০০০
রিজার্ভঃ ৫,৬০,০০০
যুদ্ধ বিমান:
১,৯৬৪ (এফ ১৫= ৯০,এফ ১৬=৩৫০,এফ-৩৫ স্টিলথ্=২০) ও অন্যান্য
হেলিকপ্টারঃ ৫৮৯ (কোবরা =৩৩,অ্যাপাচি=৪৮ ,ব্ল্যাক হক=৫০, বেল ২০৬=১৮,ইউরো প্যনাথার=২০,সিকরস্কি= ৩৮ ও অন্যান্য)
ট্রান্সপোর্টঃ২৫ টি (সি-১৩০, ও অন্যান্য)
ড্রোন= অজ্ঞাত
সক্রিয় বিমান ঘাটিঃ ৪৮ টি
যুদ্ধ অভিজ্ঞতাঃ ১৯৪৮ আরব-ইসরাইল যুদ্ধ,সুয়েজ যুদ্ধ,সিক্স ডেক ওয়ার,হার্ব আল ইস্তিঞ্জাফ যুদ্ধ, ইয়ামকিপুর ওয়ার, আসিরাক অপারেশন,লেবানন যুদ্ধ১৯৮২ ও ২০০৬।
বিশ্বের সবচেয়ে বেস্ট কিলিং রেট।
নেভিঃ
যুদ্ধ জাহাজ: ৬৪
কর্ভেট =৩ (সা"আর ক্লাস)
মিসাইল বোট=১০
সাবমেরিন=৩ (ডলফিন ক্লাস)
প্যাট্রল বোট= ৪২
সাপোর্ট=৬
বন্দর = ৪টি
ঘাটি=৬
মিসাইলঃ
ভুমি থেকে আকাশেঃ প্যাট্রিয়ট,হওয়াক,বারাক
এ্যন্টি ব্যালেস্টিকঃ এ্যারো, ১৫০ কিলো
আকাশ থেকে ভুমিতেঃ ম্যাভ্রিক।
এ্যন্টি রেডীয়েশন মিসাইলঃ সিরিক
এ্যন্টি রকেট ,আর্টিলারি & মর্টারঃ আয়রন ডোম
এ্যন্টি ট্যাংকঃ হেল ফায়ার।
স্বল্প পাল্লাঃ জেরিকো১,রেঞ্জ ৫০০ কিমি
মাঝারি পাল্লার ভুমি থেকে ভুমিতেঃ জেরিকো ২ ,রেঞ্জ ১৪০০ কিমি
দুর পাল্লার আন্ত মহাদেশীয়ঃ জেরিকো ৩ সর্বোচ্চ ১১৫০০ কিমি
স্পেশাল ফোর্স= মোট সংখ্যা অজ্ঞাত
স্থল বাহিনীঃ সাইয়েরেট মাটকাল (বিভিন্ন পালসার ইউনিটে বিভক্ত)
নেভি: ফ্লোটীলা ১৩
এয়ারঃ ইউনিট ৫১০১ বা ইউনিট কিংফিশার
প্রধান গোয়েন্দা সংস্থাঃ মোসাদ,সিন বেট
নিউক ওয়ার হেড ১২০-৬০০ টি
প্রতিরক্ষা ব্যায়ঃ $১৬০০ কোটি
রিজার্ভ/গোল্ডঃ $6,698 কোটি
ক্রয় ক্ষমতাঃ $2,194 কোটি
-------------------------------------------------------------------
ইসলামিক রিপাব্লিক অফ ইরানঃ
সক্রিয় সৈন্য ৫,৪৫০০০
রিজার্ভঃ ৬,৫০,০০০
রেভ্যুলুশনারি গার্ড= ১,২৫,০০০
যুদ্ধ বিমান:
১,০৩০ (এফ-১৪ টমক্যাট=৪৪,মিরেজ ওয়ান=২৪,মিগ ২৯= ৪০,এফ-৬= ১৮,ফ্যান্টম=৬০,এফ ৭ এয়ার গার্ড=১৭,সুখাই ২৪= ৩২ ,আজারক্স (লোকাল)=৩০), ও অন্যান্য
হেলিকপ্টারঃ ৩৫৭,(বেল ২০৬,বেল ২১৪,সাভাভিজ (লোকাল),এম আই-৮, কোবরা(১৯৭৫)
ও অন্যান্য)
ট্রান্সপোর্টঃ ৭২ টি (ফকার, হারবিন,সি-১৩০,হেসা ১৪০)ও অন্যান্য চাইনিজ ও প্রাক্তন সোভিয়েট।
ড্রোন=আবাবিল
সক্রিয় বিমান ঘাটিঃ ৩১৯ টি
এয়ার ডিফেন্স সিস্টেমঃ
মিসাইলঃ গ্রাউন্ড বেজ-
সোভিয়েত যুগঃ হাওয়াক (২৪ কিমি)=১৫০,এস-২০০ (১৯০ কিমি)= ২০০,২কে১২ এস-৭৫(৪৫ কিমি)=৪৫
সোভিয়েত পরবর্তি যুগঃ প্যান্টসির এস-১ (১২ কিমি)=১০টি, টি ও আর (৫০০ কিমি)=২৯ টি, এস-৩০০ (১২০-২৫০ কিমি)=৪ টি
ইরানঃ শাহিন = ৩০/৬ কিমি, এই কি -৭ (১২ কিমি)
সোল্ডার লঞ্চড সিস্টেম = মিসাগ১,২ (ইরান-১০ কিমি),আর এস বি-৭০(সুইডেন), স্ট্রেলা,ইগলা(সোভিয়েত) রেঞ্জ ৫-৯ কিমি।
এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং রাডার= আইইউশিন রাডার (প্রাক্তন সোভিয়েত)
যুদ্ধ অভিজ্ঞতাঃ অপারেশন কামান (ইরাক ইরান যুদ্ধ)
নেভিঃ
যুদ্ধ জাহাজ: ২৬১
ডেস্ট্রয়ার=৩ (ব্রিটিশ ১৯৪২ ও ১৯৭২ মডেল)
মিসাইল ফ্রিগেট= ৫টি
কর্ভেট =৩ (সা"আর ক্লাস)
মিসাইল বোট=১০
সাবমেরিন=১৯(কিলো ক্লাস ৩ টি,উত্তর কোরিয়া ইয়োগো ক্লাস ৪ টি ,লোকাল মেড ১২ টি)
প্যাট্রল বোট= ১৯৮
মাইন ওয়ার্ফেয়ার= ৭
অ্যাম্ফেবিয়াস অ্যাসাল্ট= ২৬
বন্দর = ৩টি
ঘাটি= ১৭ টি
এয়ার ক্রাফট ৮,কপ্টার ২৫।
রেভ্যুলুশনারি আর্মি (নেভি)ঃ ২০,০০০,বোট-১৫০০ টি
নেভাল মেরিনঃ ২,৬০০
রেভ্যুলুশনারি আর্মি (এয়ার)=
স্পেশাল ফোর্সঃ কুদস=সক্রিয় ১৫,০০০ ,তাকাভার = ১২০০ ,আনসার-আল-মেহেদি কর্প্স= অজ্ঞাত।
বাসিজ মিলিশিয়া=১.৫ মিলিয়ন
উল্লেখযোগ্য মিসাইল (মাঝারি ও দূর পাল্লা)ঃ
ফাজার ২(২৫০০কিমি),শাহাব ৩(৪০০ কিমি),শাহাব ১(১০০০কিমি), ঘাদার১১০(১৮০০ কিমি),শাহাব ৪ (অজ্ঞাত),সিল্কোয়ার্ম (১৮০) জিলজাল ৩(৪০০ কিমি), সাজিল (২৫০০কিমি) (বেশিরভাগ সোভিয়েত প্রযুক্তিগত সহায়তায় তৈরি)
গোয়েন্দা সংস্থাঃজাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা মন্ত্রনালয়।
(ভিভাক )ভেজরাত ই ইত্তেলাত জামহুরিয়া ই ইসলামি ইরান বা ভেজরাত ই ইত্তেলাত ভা আমনিয়েত ই খেসভার বা "ভাজা"।
নিউক ওয়ার হেডঃ এখনো নাই/সর্বচ্চো ১টা
প্রতিরক্ষা ব্যায়ঃ $৯১৭ কোটি
রিজার্ভ/গোল্ডঃ$৭৫০৬ কোটি
ক্রয় ক্ষমতাঃ $ ৮,১৮৭ কোটি
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৫