আমি কবিতা ভালোবাসি, কিন্তু লিখতে পারি না। তারপরও বৃথা চেষ্টা,
অরন্যে রোদন…...
ভেবেছিলে তুমি আধার এলে জ্বালিয়ে দেবো প্রদ্বীপ শিখা
অন্ধকারের বুকটি চিরে জাগাবো কোন নব আশা।
ভেবেছিলে তুমি স্বপ্নবিম্বে জাগবে আবার ভালবাসা
মরুময় তপ্ত বুকে ফুটবে এবার রঙ্গিন ফুল।
তেপান্তরের মাঠ পেরিয়ে পৌছে যাবে আমার কাছে
প্রেমানুভূতির স্বর্গসুখে হারিয়ে যাবে আমাতে....
স্বপ্ন তোমার স্বপ্নই থা্ক,
ভালবাসা রাখো শিকেয় তুলে
আমি তোমার স্বপ্ন পুরুষ,
এ কথাটি যাও ভুলে।
স্বপ্ন আর বাস্তবতা যোজন যোজন দূরে
একথাটি বারে বারে যাও কেন তুমি ভুলে?
প্রেম প্রেম করে কেন জল করছ ঘোলা
ভালবাসা কী তোমার কাছে বাবার হাতের মোয়া?
ভাব তুমি ভাব বসে যত্ত্ব সব অলীক কথন
এসব করে লাভ নেই কোন, সবই তোমার অরন্যে রোদন….
স্বপ্ন তোমার স্বপ্নই থা্ক,
ভালবাসা রাখো শিকেয় তুলে
আমি তোমার স্বপ্ন পুরুষ,
এ কথাটি যাও ভুলে।
[email protected]
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৯