লোকে বলে গেল গেল তর জাত
আমি বলি জাত দিয়া কি পেটে পাওয়া যায় ভাত ?
পেটের উপর থাকেই যদি উপরওয়ালার হাত
তবে কেন মোর পেটখানা খালি থাকে দিন রাত ।
লোকে বলে গেল গেল তর জাত
আমি বলি তবে কেন এত ঘাত,প্রতিঘাত
কেন লাল রক্তে রাঙ্গা তোমার দুটি হাত
তখন ত আর কিছুই হয় না তোমার ঐ জ়াত ।
লোকে বলে গেছে নাকি মোর জাত
তখন ও কিন্তু খালি ছিল সামনে আমার পাত ।
তখন ও কিন্তু বহিছে রক্ত ,
সকাল , সন্ধ্যা ,রাত ।
আমি বলি যাহ যাহ,যা তোরা নিপাত,
গেল নাহয় মোর জাত ।
তোরা এখন নিজের জন্য খোঁড় নিজের গাঁত ।