কি ফালরে বাবা !!!! মনে হইতেছে যেন এইটা Happy New Year না হইয়া Happy ফালাফালি দিবস হইলে অতি উত্তম হইত । বিজ্ঞানীরা কেন যে এত কষ্ট কইরা Rocket বানাইছে ।আমার মনে হয় এরকম যদি এক বসর ফালাফালি করা যায় চান্দে যাওন কোন ব্যাপার ই না । হ!! যে কথা কইতে ছিলাম ,এই ফালাফালির মধ্যে আমাগ বাংগালি ভাইজানেরা ও কম ছিলেন না ।ঘটনার স্থান হইল লন্ডনের লন্ডন আই নামক যায়গায়।মিছা কমু না ,আমি ও ছিলাম পরে যখন ঘরে আসলাম চিন্তা করলাম , যে একটা বছর আমি আমার জীবন থেকে হারাইলাম কি করলাম ওই বছর টাতে । উত্তর-কিছুই না । আগামী বছর টাতে কি করুম তা ও ঠিক জানি নাহ । জীবন টা কি এরকম ই হাসি ঠাট্টায় পার করে দিব নাকি নিজের জন্য কিছু করব , না অন্যের জন্য কিছু । যে কাজটা দিয়া আমি বলতে পারব নাহ আমি কিছু একটা ত করছি । যার জন্য নিজে একটু Proudly মরতে পারব । জ়ানি আমার এই Post জন্য অনেক মাইনাস Wait করছে But আমার যা বলার তাত আমি বলবই এতে যদি আমার মত আরো কেও একজন ও বোঝে What We Are Doing It Is Not Life !!! Life Is Like , Do Something For Yourself Or Do Something For Others.
Appropriately The Defination Of Life Is - Life is a characteristic that distinguishes objects that have signaling and self-sustaining processes (biology) from those that do not,either because such functions have ceased (death), or else because they lack such functions and are classified as inanimate.
So Come On And At Least Do Some মাইনাস In This Post.
Good Luck All And Have A Happy New Year.
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৩