স্বাধীনতা বিরোধী শব্দটা আসলেই জামাত শিবির শব্দটা চলে আসে
এর যথাযথ কারনো আছে। কারন তারা ১৯৭১ আমাদের স্বাধীনতার
বিরোধীতা করেছিল।
আসুন স্বাধীনতা বিরোধীদের সবাই মিলে বের করি।
স্বাধীনতা বিরোধী কারা এটা জানতে হলে ৭১ এ আমরা কেন মুক্তিযুধ্ব করে ছিলাম তা বের করতে হবে। যদিও এটা আমরা সবাই জানি, তারপরও স্বাধীনতা বিরোধীদের
বের করার জন্য লিখা দরকার বলে মনে করছি চলুন
কারন সমুহ হলো
১। পকিস্তানিদের শোষনের বিরুদ্বে।
২। তাদের ক্ষমতা লিপ্সার বিরুদ্বে।
৩। তাদের ধর্মীয় ভন্ডামীর বিরুদ্বে।
৪। তাদের দুষক্রিতি দমনের নামে গনহত্যর বিরুদ্বে।
৫। আমাদের মা বোনদের ইজ্জত ছিনিয়ে নেয়ার বিরুদ্বে।
৬। তাদের দোসর রাজাকারদের বিরুদ্বে।
৭। গনতন্ত্র রক্ষার জন্য, ইত্যাদী।
এখন আসেন কারা বর্তমানে আমাদের দেশের স্বাধীনতা বিরোধী।]
আমি কিছু প্রশ্ন করবো, এ প্রশ্ন গুলোর উত্তর বের করে আপনারাই বের করবেন কারা স্বাধীনতা বিরোধী।
প্রশ্ন গুলু হলো
১। কারা ৩৭ বছর ক্ষমতায় থেকে আমাদের শোষন করেছে।
২। কারা গনতন্ত্র কে হত্যা করে এক দলীয় শাষন ব্যাবস্হা
প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
৩। কারা আমাদের মা বোনদের ইজ্জত লুন্ঠন করে সেন্ঞরী পালন করে।
৪। কোন দেশ আমাদের স্বাধীনতার জন্য হুমকি।
৫। তাদের দোসর কারা।
৬। কাদের কে মুখ্যমন্ত্রী বললে খুশী হন।
৭। কারা জনগনের টাকা নিজের পকেটে ঢুকি্য়ে এখন কান্নাকাটি করেন।
৮। কারা ক্ষমতার লোভে মত্ত হয়ে লাশ ফেলতে বলেন।
৯। কারা নির্বাচনের সময় আসলে ধর্মীয় ভন্ডামী শুরু করেন।
প্রথমে বর্ণীত কারন সমুহের সাথে এই প্রশ্ন গুলু মিলালে পানি ভাতের মত
আপনি বলতে পারবেন কারা স্বাধীনতা বিরোধী। এদের কে না বলুন। থুথু দিন। বিতাডিত করুন।
জামাতের বিষয়টা তোলা রইলো। সামনে চোখ রাখুন ব্লোগে।
এটা আমার প্রথম লিখা ।
সবাইকে শুভেছ্ছা ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৬