ওরা ‘কামাত পাড়ার’ ছেলে
ওদের আছে গলায় গলায় ভাব ,
ওরা এই মাটিতে খেলে
পাথর তুলতে ‘সাইডে’ গেছে বাপ ।
ওরা অল্পে তুষ্ট কিনা -
খাবার খেতে নেই কোন রাখঢাক,
দিনে একবারই খায় ভাত
পাতে জোটে শুধুই যে ‘পাটশাক’ ।
ওরা বন্ধু যে তিনজন
মা’ যায় রোজ পাথর ভাঙ্গার কাজে,
ওদের রাখেনা কেউ খোঁজ
নিত্য প্রাণে ক্ষুধার বাদ্যি বাজে ।
ওরা স্কুলে যায় বটে
কিন্তু যেন কোথায় অবহেলা ,
ওদের সাজ-পোশাকই বলে
ধুলোমাখা জীবন হেলা-ফেলা ।
ওরা ‘দেবনগরের’ ছেলে
ওদের শুধু ‘স্বপ্ন চোখে-মুখে’ ,
ওরা ‘অমনিই’ বড় হবে ‘স্বপ্নগুলো’ পাথর ভাঙ্গবে বুকে ।।
=========
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ৮:২৬