আজ অনেক দুঃখ এবং ক্ষোভ নিয়ে ব্লগ লিখতে বসলাম।সাধারনত ব্লগ লেখা হয়না। কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি আজ লিখতে বাধ্য করল।দেশের অবস্থা আজ কোন ভাবেই স্বাভাবিক নয়। একটা চরম অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে অতিক্রম হচ্চে। কেউ অনুমানও করতে পারছে না একটু পরে কি হবে। এখন বেচে আছি একটু পরে বেচে থাকতে পারব কিনা সে নিশ্চয়তাও নেই। সবাই একটা উদ্বিগ্ন অবস্থায় সময় কাটাচ্ছে। দেশ যেন পরিণত হয়েছে পুরোপুরি মগের মুল্লুকে। যার যা ইচ্ছা করতে পারবে। আইন বলতে কোন জিনিসের অস্তিত্ব মনে হয় দেশে নেই। আইন শৃঙ্খলা বাহিনীর ইচ্ছা হল একজনকে গ্রেফ্তার করবে ব্যাস গ্রেফতার করে নিয়ে আসল, তার বিরুদ্ধে অভিযোগ থাক বা না থাক, পরে যে কোন একটি মামলায় গ্রেফতার দেখালেই হলো। দেশে তো আর মামলার অভাব নেই। একজনকে ধরা হলো সিলেট থেকে খুলনার একটি মামলায়ও থাকে গ্রেফতার দেখালেই হলো। আদালতকেও সেভাবে তৈরী করে রাখা হয়েছে।
বাড়ি থেকে ছেলেকে লেখাপড়ার জন্য বাইরে পাঠানো হল, হঠাত বাড়িতে খবর গেল ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। কারন??? কারন হল ছেলে মেসে থাকত পুলিশের ইচ্ছা হয়েছে তাই ধরে নিয়ে গেছে।কোন মামলায় গ্রেফতার????? দুইদিন পরে জানানো হল হরতালে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেতো রাজনীতি করে না? আর থাকে চট্টগ্রাম তাহলে ঢাকার গাড়ি পোড়ানোর মামলায় কেন গ্রেফতার করা হল??? জবাব হ য ব র ল। জায়গা জমি বিক্রি করে ছেলের জামিনের জন্য উকিল লাগান, তার পরও রক্ষা নেই, এক মামলায় জামিন হলে আরো হাজারো মামলায় গ্রেফতার দেখানো হল। ছেলেকে পড়ানোর দরকার নেই ঘরে বন্দি করে রাখেন। তাও কতটা নিরাপদ বলা যাচ্ছেনা।
আরেক ছেলেকে গ্রেফতার করা হল কারন সে শিবির বা ছাত্রদল করে। প্রশ্ন সে তা করতেই পারে, তাকে তে সংবিধান অধিকার দিয়েছে??? জবাব জ্বি না তাকে শিবির করার অধিকার দেয় নি। সংবিধান ছাত্রলীগ করার অধিকার দিয়েছে।ছাত্রলীগ করে খুন, ধর্ষণ, চাদাবাজি, কোপাকুপি করলে্ও কিছু হবে না, আপনার জন্য শত খুন মাফ, কিন্তু অন্য কোন সংগঠন করা যাবে না।
পরিবহন শ্রমিককে কোন কারন ছাড়াই পুলিশ ধরে নিয়ে যাবে, পরে তার লাশ পাওয়া যাবে,,,,,,,,,প্রশ্ন তাকে কেন হত্যা করা হল?? জবাব সে পুলিশকে দাবিকৃত চাদা দেয় নি।তাই তাকে দুনিয়া থেকে বিদায় দেয়া হল।
টিভি, পত্রিকা, বিভিন্ন সাইট বন্ধ করে দেয়া হল কারন এতে সরকার বিরোধী কথা লেখা/বলা হয়। তাই এগুলো বন্ধ করে দিতে হবে। এ রকম আরও হাজারো ঘটনা…………..
আমি জানিনা পৃথিবীর আর কোন দেশে এরকম যা ইচ্ছা তাই ঘটছে। সম্ভবত অনেক দেশেই অথবা কোন দেশেই না। কিন্তু এ সব ঘটনা কখনই স্বাভাবিক নয়। দেশে হাজারো সমস্যা গ্যাস নেই, পানি নেই, বিদ্যুত নেই, বন্যা সমস্যা, পাহাড় ধ্বস ইত্যাদি নানা সমস্যা। এসব সমস্যা রেখে শুধু রাজনৈতিক বিরোধীদের দমন করে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব নয়। পাকিস্থানিরা পারেনি,,শেখ মুজিবও পারেননি আপনি পারবেননা বলে মনে হয়। (অবশ্য পারলেও পারতে পারেন কেননা বাংলাদেশ নাকি সব সম্ভবের দেশ,,,তবে মনে হয় পারবেননা)
তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই অস্বাবিক অবস্থা দূর করুন। শুধু দমন করে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব নয়।ক্ষমতা চীরস্থায়ী হয় জনকল্যানের মাধ্যমে।বেশী দুরে যেতে হবে না একবার মাত্র কয়েককটি দেশের দিকে থাকান। মাহাথির মুহাম্মদ মনে হয় এ ক্ষেত্রে সবচেয়ে ভাল উদাহরন হতে পারেন।