নারায়ণগঞ্জ ছড়া উৎসব এবং আমার দেখার অনুভূতি...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
`ছড়ায় হাসুক বাংলাদেশ' এমন একটি শ্লোগান নিয়ে চাষাড়ার শহীদ জিয়া হলে দিনব্যাপী অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ ছড়া উৎসব-২০০৯। গতকাল (০৭.০৮.২০০৯) রাত ১১.০৫ মিনিটের সময় ইশতিয়াক আহমেদ মোবাইলে জানালেন ছড়া উৎসবের কথা। নারায়ণগঞ্জে এমন সুন্দর একটি অনুষ্ঠান আমার দেখার অলক্ষ্যেই অনুষ্ঠিত হয়ে যেত; যদি ইশতিয়াক ভাই মোবাইল করে না জানাতেন। আমি তার কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ ছড়া উৎসবের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমি ভাই কামলা মানুষ, সকালেই ছুটতে হয় জীবিকার তাগিদে। তাই দিন ব্যাপী অনুষ্ঠানের বিকেলের ভাগে উপস্থিত হলাম অফিস থেকে ছুটি নিয়ে। শুধুমাত্র ইশতিয়াক ভাইয়ের দাওয়াতের প্রতি সম্মান জানাতেই।
জিয়া হলে প্রবেশ করতেই সাক্ষাৎ পেয়ে যাই ছড়া উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইশতিয়াক আহমেদের। চিরচেনা সম্বোধন, কুশল বিনিময়। সাথে সাথে হাতে ধরিয়ে দেন নারায়ণগঞ্জ ছড়া উৎসব সংকলন ২০০৯। তারপর তিনিই দেখিয়ে দেন ভাই ব্রাদারদের সদস্য ছড়াকার মুহাম্মদ লূৎফর রহমান, কবি কাজী রকিবুল ইসলাম রকি ও ইসলামী টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি মাইদুর রহমান রুবেল ভাইকে। আরো বলেন যে, তারা আমার জন্য অপো করছেন। আমি তাদের পাশের খালি আসন গ্রহণ করি। রুবেল ভাই প্রথমেই আমার ইমেজ পরিবর্তনের দৃশ্য ক্যমেরায় ধারন করেন। তারপর ছড়াপাঠ শোনা আর অল্প সল্প গল্পে কাটে কিছুণ। আমার চোখ খুঁজে পায় আরও পরিচিত তিন ছড়াকার গাজী মুশফিকুর রহমান লিটন, চান মিয়া চান্দু ও আফজাল হোসেন নিপুকে।
আমি ৬.৫৭ মিনিট থেকে ৭.৩২ মিনিট পর্যন্ত ছিলাম। এ সময়ের মধ্যে নারায়ণগঞ্জের নবীন-প্রবীন অনেক ছড়াকার তাদের স্বরচিত ছড়া এবং মূল্যবান আলোচনা উপস্থাপন করেছেন। বিকেলে দর্শক আসনের বেশি জায়গা জুড়ে ছিল, নারায়ণগঞ্জের পদাতিক নাট্য সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শেষে তাদের পরিবেশনায় একটি নাটক পরিবেশনের ঘোষণা কিছুণ পর পর দর্শকদের জানিয়ে দিচ্ছিলেন, ঘোষক ছড়াকার ইমরান পরশ। আমি উপভোগ করছিলাম ছড়া উৎসবের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এই অংশে প্রধান অতিথি ছিলেন ছড়াকার খালেদ হোসাইন। প্রধান অতিথির ভাষণ শেষ হলে আমি উৎসব স্থল ত্যাগ করি। সমবায় মার্কেটে নির্ধারিত কাজ সেরে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম এমন সময় ফুড ল্যান্ডের সামনে দেখা হয়ে যায়, ভাই ব্রাদারদের আরেক সদস্য কবি জোবায়ের রিংকুর সাথে। প্রথমেই গতকালকের পোষ্টটিতে ব্লগারদের মতামত নিয়ে অনেক হাসি-তামাশা হলো। আমি চলে যেতে চাইলে অনেক দিন পর দেখা কিছু না খাইয়ে ছাড়বেন না। ফুড ল্যান্ডের পাশের দোকানে ঢুকে প্রথমে পিয়াজু তারপর পিয়াজু ঠান্ডা হওয়ার জন্য গরম ডাইল পুরী খেতে খেতে ব্লগের সা¤প্রতিক লেখানিয়েই আলাপ করলাম। এসময় রিংকু ভাই, কাজী রকিবুল ইসলাম রকিকে মোবাইলে আমাদের অবস্থানের কথা জানায়। কিছুণ পরেই রকি ভাই এসে হাজির হয়, কিন্তু আযান হয়ে যাওয়াতে আমি নামায আদায় এবং বাসার উদ্দেশ্যে রিংকু ও রকি ভাইর কাছ থেকে বিদায় নিয়ে আসি।
আমি নারায়ণগঞ্জ ছড়া উৎসবের যে অংশের যতটুকু দেখেছি, তাতে আমার মনে হয়েছে উৎসবের আমেজ একটু কমই ছিল। হয়তো সারাদিনের কান্তি এসে ভড় করেছে অনুষ্ঠানে। দর্শকের উপস্থিতি ছিল কমই। অবশ্য আজকাল শিল্প-সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে দর্শক পাওয়া বড়ই দুরহ ব্যাপার। যদি ঘোষণা দেয়া যায় যে- কৃষ্ণকলি, মিলি, জুলি অথবা বালাম, হাবিব গান গাইবেন শ্রোতার অভাব হবে না। কিন্তু কবিতা বা ছড়া পাঠের অনুষ্ঠান, তো কর্মসারা। তাহলে প্রবাদের সেই `যে যে তে তে'।
নারায়ণগঞ্জ ছড়া উৎসব সংকলন ২০০৯। ছড়া উৎসব উপলক্ষ্যে ইশতিয়াক আহমেদের সম্পাদনায় এবং দেশ বিখ্যাত প্রচ্ছদকার ধ্রুব এষ-এর প্রচ্ছদে প্রকাশিত হয়েছে `ছড়ায়ণগঞ্জ' নামে। চাররঙা প্রচ্ছদ দৃষ্টিনন্দন হয়েছে। ছড়া উৎসবের সংকলনে মোট ৩৪ টি ছড়া ছাড়াও ছড়া বিষয়ক ভাবনায় ভাব প্রকাশ করেছে বিখ্যাত ছড়াকার লূৎফর রহমান রিটন ছাড়াও অনেক দেশ বিখ্যাত ছড়াকারেরা। ছড়া উৎসব সংকলনটি মানের দিক থেকে অতি উন্নত মানের একটি দলিলে পরিনত হলো। আজকের এই উৎসব একদিন ইতিহাস হয়ে কালের সাক্ষী দেবে।
দিনব্যাপী আজকের ছড়া উৎসবে পুরো ভাগে অংশ গ্রহণ করতে না পেরে খারাপই লেগেছে। তবে আজ মনে পড়ে ২০০১ সালে অনুষ্ঠিত `সিলেট বিভাগীয় ছড়াশিল্পী সম্মিলণ'- এর কথা। আয়োজনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম খুব কাছাকাছি। `স্বদেশ আমার বে আমি প্রগতির পক্ষে' শিরোনামে অংশগ্রহণকারী সকল ছড়াকারদের ছবি ও পরিচিত সহ একটি করে ছড়া প্রকাশিত হয়েছে উক্ত সংকলনে। আমার মতে নারায়ণগঞ্জ ছড়া উৎসব সংকলনেও অংশগ্রহণকারী সকল ছড়াকারদের বা যেহেতু নারায়ণগঞ্জ ছড়া উৎসব, নারায়ণগঞ্জের সকল ছড়াকারদের ছড়া ও পরিচিতির ব্যবস্থা করতে পারতেন। যদিও সময় সাপে কাজ, তবুও দলিল তো...?
আমার সরল ভাবনা গুলো লিখলাম, ইশতিয়াক ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলেই আমার বিশ্বাস।
[ পোষ্টটা রাত বারোটা আগেই দেয়ার ইচ্ছে ছিল কিন্তু বিদ্যুৎ সমস্যার জন্য টু লেট...]
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন